আফগান অর্থ আটকে রাখার জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করলো পাকিস্তান

0

আফগানিস্তানের অর্থ আটকে রাখার জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। তিনি পাকিস্তানের প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত এক নিবন্ধে লেখেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের শত শত কোটি ডলার অর্থ আটকে দিয়েছে এবং দেশটির অন্তর্র্বতী তালেবান সরকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। এ পদক্ষেপের ফলে আফগানিস্তানের ব্যাংকিং ব্যবস্থা অচল হয়ে পড়ার উপক্রম হয়েছে এবং আফগানিস্তানের মানবিক ত্রাণ কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এমন অবস্থায় আফগানিস্তানের জনগণের জীবন বাঁচানো এবং তাদের মৌলিক অধিকার রক্ষা করার জন্য অবিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা জরুরি। লেখায় কুরেশি আরও বলেন, এমন অবস্থা চলতে থাকলে সন্ত্রাস বিরোধী যুদ্ধ ও মাদক চোরাচালান প্রতিরোধের আন্তর্জাতিক প্রচেষ্টা দুর্বল হয়ে পড়বে।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। দেশটির সাবেক সরকারের সময় বিদেশে প্রায় ৯ বিলিয়ন ডলার রাখা ছিল। তালেবানের হাতে এই অর্থ পড়বে এমন আশঙ্কা থেকে সেটি আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। এই অর্থ ফিরে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে তালেবান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com