ব্রিটে‌নে ওমিক্রন ঠেকাতে ‘প্ল্যান বি’ কার্যক‌রের ঘোষণা বরি‌স জনসনের

0

ব্রিটে‌নে ওমিক্রন ছ‌ড়ি‌য়ে পড়ায় ‘প্ল্যান বি’ কার্যকর ক‌রে‌ছেন প্রধানমন্ত্রী ব‌রিস জনসন। প্রা‌য়ো‌গিক ক্ষে‌ত্রে সরকার নাগ‌রিকদের ঘর থে‌কে কাজ করার পরামর্শ দি‌য়ে‌ছে। আগামী সোমবার থে‌কে এটি কার্যকর হ‌বে।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যাল‌য়ে বুধবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় রা‌তে আ‌য়ো‌জিত এক জরুরি সংবাদ সন্মেল‌নে এ ঘোষণা দেন‌। একইসা‌থে শুক্রবার থে‌কে সি‌নেমা হলসহ আওতামুক্ত থাকা সব পাব‌লিক প্লে‌সে মাস্ক বাধ‌্যতামূলক করা হ‌য়ে‌ছে।

উল্লেখ‌্য, ব্রিটে‌নে ক‌রোনার নতুন ধরন ওমিক্রন দ্রুত ছ‌ড়ি‌য়ে পড়‌ছে, বাড়‌ছে আক্রান্ত ও মৃত‌্যুহার। বুধবার (৮ ডিসেম্বর) ব্রিটে‌নে নতুন ক‌রে ওমিক্রনের উপসর্গ পাওয়া গে‌ছে ৫৬৮ জনের শরী‌রে।

এমন প‌রি‌স্থি‌তিতে ব্রিটে‌নে নতুন ক‌রে পু‌রোপু‌রি লকডাউনের সিদ্ধান্ত আস‌বে কি না, সে‌টি প‌রিষ্কার হ‌তে আ‌রও ক‌য়েক সপ্তাহ সময় লাগ‌বে। বি‌ধি‌নি‌ষেধ জোরা‌লো ক‌রে লকডাউন এ‌ড়িয়ে প‌রি‌স্থি‌তি ‌নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা কর‌বে সরকার। লকডাউনের আর্থিক ক্ষ‌তি এড়া‌তে পু‌রোপু‌রি লকডাউনের ঘোষণা দি‌তে সরকার সময় নে‌বে, এমন মত বি‌শ্লেষকদের।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com