নারীদের পূর্ণ অধিকার প্রতিষ্ঠায় তালেবানের যুগান্তকারী পদক্ষেপ
আফগানিস্তানে নারীদের পূর্ণ অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় হয়েছে তালেবান সরকার। সম্প্রতি তালেবান সরকার তাদের নিজস্ব ওয়েবসাইটে নারী অধিকারের ব্যাপারে পদক্ষেপ গ্রহণের বিষয়টি তুলে ধরেছেন।
নারী অধিকারে তালেবান সরকারের পদক্ষেপসমূহ:
১। মহিলাগণ বাজারের কোন পণ্য নয় বরং তারা অমূল্য রত্ন। অতএব, কেউ তাদের শান্তি চুক্তি বা সমস্যা নিরসনের জন্য বিনিময় হিসেবে ব্যবহার করতে পারবে না।
২। বিয়ের সময় প্রাপ্তবয়স্ক মহিলার সম্মতি ব্যতিত তাকে কেউ জোরপূর্বক বাধ্য করতে পারবে না।
৩। বিধবা নারী তার নতুন স্বামীর নিকট থেকে ‘মোহর’ আদায় করার শরঈ অধিকার রয়েছে।
৪। স্বামীর মৃত্যুর চার মাস অতিবাহিত হওয়ার পর, তার আত্মীয়সহ কেউই জোর করে ঐ বিধবা নারীকে বিয়ে করতে পারবে না। একজন বিধবা নারীর বিয়ে করার এবং নিজেই তার ভবিষ্যত নির্ধারণ/নির্বাচন করার অধিকার রয়েছে।
৫. একজন বিধবার তার স্বামী, সন্তান, বাবা এবং অন্যান্য আত্মীয়দের সম্পত্তিতে অধিকার এবং নির্দিষ্ট অংশ রয়েছে। একজন বিধবাকে কেউ তার অধিকার আদায় থেকে বঞ্চিত করতে পারবে না।
৬. যেই পুরুষেগণের একাধিক স্ত্রী রয়েছে তাদের প্রত্যেক স্ত্রীকে সমান অধিকার দিতে হবে এবং তাদের মধ্যে অবশ্যই ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।