আস্থা ভোটে টিকে গেলেন সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী
দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভের পরও পার্লামেন্টে আস্থা ভোটে টিকে গেছেন সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী মানাসে সোগাভেরে। সোমবার (৬ ডিসেম্বর) আইনপ্রণেতারা তাকে ক্ষমতায় রাখার পক্ষে ভোট দিয়েছে।
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রটিতে সম্প্রতি টানা তিন দিন ধরে দাঙ্গা চলে। ২০১৯ সালে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চীনের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা নিয়ে সোগাভেরের সিদ্ধান্তের জেরে শুরু হয় ওই দাঙ্গা।
বিরোধী নেতা ম্যাথু ওয়েল পার্লামেন্টে আস্থা ভোটের ডাক দেন। সোমবারের অধিবেশনে তিনি অভিযোগ করেন প্রধানমন্ত্রী সোগাভেরে চীনের কাছ থেকে টাকা নিয়ে নিজের রাজনৈতিক অবস্থান সংহত করতে চাইছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী বিদেশি শক্তির সেবা করছেন।
তবে প্রধানমন্ত্রী মানাসে সোগাভেরে দাবি করেন অর্থনৈতিক শক্তি হিসেবে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছেন তিনি। পার্লামেন্টে দেওয়া দুই ঘণ্টার বক্তব্যে তিনি দাবি করেন অবৈধ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে তাকে পদত্যাগের আহ্বান জানানো হয়।
আস্থাভোটে প্রধানমন্ত্রীর পক্ষে ভোট দেয় ৩২ আইনপ্রণেতা আর বিপক্ষে ১৫ জন। আর দুই আইনপ্রণেতা ভোটদানে বিরত থাকেন।