ইংল্যান্ডে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের নামাজ আদায়ে শিক্ষিকার বাধা
বাইরে অতিরিক্ত ঠাণ্ডা আবহাওয়ার কারণে পবিত্র জুম্মার নামাজ শ্রেণিকক্ষে আদায় করতে চেয়েছিলো ইংল্যান্ডের ওল্ডহ্যাম উত্তর একাডেমির কিছু মুসলিম শিক্ষার্থী। এমন সময় একজন শিক্ষিকা শিক্ষার্থীদের নামাজ আদায়ে বাধা দেন। ইংল্যান্ডে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের নামাজ আদায়ে শিক্ষিকার বাধা
শনিবার (৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল।
প্রতিবেদনে বলা হয়েছে, মাধ্যমিক স্কুলের ওই শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে নামাজ আদায় করতে গেলে একজন শিক্ষিকা তাদের বাধা দেন। পরে ছেলে শিক্ষার্থীরা বাইরে দাঁড়িয়ে নামাজ আদায় করেন।
ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, আটজন শিক্ষার্থী একসঙ্গে দাঁড়িয়ে সেজদা দিচ্ছেন। এ সময় স্কুলের একজন স্টাফ শীতের ভারি জ্যাকেট গায়ে পড়ে তাদের পাহাড়া দিচ্ছেন।