পটুয়াখালীতে জেলা বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের হামলা
পটুয়াখালীতে বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যাপক ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে পটুয়াখালী পৌর শহরের বনানী এলাকার জেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দাবি, বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য আন্দোলনে ব্যাঘাত ঘটাতে এ হামলা চালানো হয়েছে।
পটুয়াখালী জেলা ছাত্রদের সভাপতি সফিউল বাসার উজ্জ্বল বলেন, বেলা ১১টার দিকে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের শতাধিক নেতাকর্মীকে নিয়ে দলীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছি। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ এলে ছাত্রলীগের নেতাকর্মীরা চলে যায়। কিছুক্ষণ পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারো এসে তালাবদ্ধ বিএনপি অফিসের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ভাংচুর চালায়।
তিনি আরো বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে আসার পথে তাদের বাধা এবং মারধর করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।