খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা: কাফনের কাপড় পরে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের শো-ডাউন

0

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় সমাবেশে ব্যাপক শো-ডাউন করেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীবের নেতৃত্বে এ শো-ডাউন হয়।

এতে দলের জেলা ও বিভিন্ন থানা পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশে কাফনের কাপড় পরে সেখানে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নানা স্লোগান লিখে নেতাকর্মীরা নিজেদের দাবি তুলে ধরেন।

মশিউর রহমান রনি জানান, আমরা মৃত্যুর প্রস্তুতি নিয়ে কাফনের কাপড় পরে রাস্তায় নেমেছি। আমাদের মায়ের মুক্তি ও সুচিকিৎসা না দিয়ে তাকে হত্যার চক্রান্ত হচ্ছে। আমরা সরকারকে হুশিয়ার করে বলে দিতে চাই, যদি আমাদের নেত্রীর কোন ক্ষতি হয়; তাহলে এর জবাব কড়া ভাষায় দেয়া হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com