দেশের অর্থনৈতিক কাঠামোকে বিপন্ন করছে বিজেপি সরকার: সংসদে নুসরাত
রূপের লাবণ্য তাঁর এতটুকু কমেনি, বরং মা হওয়ার পর অদ্ভুত এক স্নিগ্ধতায় তা যেন ভরেছে। কয়েকমাসের সন্তানকে বাড়িতে রেখেই সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ, টলি অভিনেত্রী নুসরাত জাহান। শুধু যোগ দেওয়া নয়, প্রথমদিনই সংসদ উত্তাল হয়েছে তাঁর প্রশ্নে। নুসরাত বলেছেন, লাভজনক ব্যাবসায়িক সংস্থাগুলো বেচে দিয়ে দেশের অর্থনৈতিক কাঠামোকে বিপন্ন করছে বিজেপি সরকার।
তিনি বলেছেন, এয়ার ইন্ডিয়া, কোল ইন্ডিয়া, সেল, ভেল বেচে দেয়া হয়েছে সরকারের কোষাগার ভরানোর জন্য। এর ফলে দেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে। নুসরাতের বক্তব্যের বিরোধিতা করে সরকার পক্ষ তথ্যপ্রমান দিয়ে পাল্টা বক্তব্য রাখার চেষ্টা করে। নুসরাত শীতকালীন অধিবেশনে এসেই আসর জমিয়ে দিয়েছেন- এমনটাই অভিমত বিশেষজ্ঞদের।