খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে মহিলা দলের মৌন মিছিলে পুলিশের বাধা

0

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে জাতীয়তাবাদী মহিলা দলের মৌন মিছিলে পুলিশি বাধা।

বুধবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর নয়াপল্টনে এই মিছিল শুরু করতে গেলে পুলিশ তাতে বাধা দেয়। পুলিশি বাধায় মহিলা দলের নেতাকর্মীরা দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় তারা সরকারবিরোধী নানা স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, কেন্দ্রীয় নেতা নিলোফার চৌধুরী মনি প্রমুখ উপস্থিত ছিলেন।

পুলিশি বাধার বিষয়ে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, প্রশাসন আমাদের মৌন মিছিল করতে দেয়নি। আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। আমরা এই অবৈধ সরকারের পতনের অপেক্ষায় আছি।

 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com