সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি ভাষাসৈনিক মতিনের স্ত্রীর
সুচিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর দাবি জানিয়েছেন ভাষাসৈনিক প্রয়াত আবদুল মতিনের (ভাষা মতিন) স্ত্রী গুলবদন নেছা মনিকা।
এক বিবৃতিতে তিনি এ দাবি জানিয়েছেন বলে মঙ্গলবার (৩০ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
দিদার বলেন, ভাষা মতিনের পরিবারের পক্ষ থেকে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। দেশের বাইরে তার চিকিৎসা করাটা খুব জরুরি। কিন্তু সরকারের অনুমতি না পাওয়ায় সেটা সম্ভব হচ্ছে না।