আলালের অস্ত্রোপচার সম্পন্ন, পরিপূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন পরিবার
ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে বিএনপি’র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় এই অপারেশন হয়েছে।
সন্ধ্যায় ডা. দিপক লামেকের তত্ত্বাবধানে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে মোয়াজ্জেম হোসেন আলালের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি ও তার পরিবার দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।