আন্দোলনের মাধ্যমে নেত্রী‌কে মুক্ত ও দে‌শে গণতন্ত্র প্রতিষ্ঠার সময় এসেছে: ছাত্রদল

0

নেত্রীর মুক্তি ও তাকে বিদেশে সুচিকিৎসার দাবিতে দলের হাইকমান্ডকে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণার আহ্বান জানিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেছেন, এখন আন্দোলনের মাধ্যমে নেত্রী‌কে মুক্ত ও দে‌শে গণতন্ত্র প্রতিষ্ঠার সময় এসেছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। বেলা ১টা ২০ মিনিটে ওলামা দলের আহ্বায়ক হাফেজ শাহ মোহাম্মাদ নেছারুল হকের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।

খালেদা জিয়ার অসুস্ততার কথা জানিয়ে ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, দেশনেত্রী বেগম খা‌লেদা জিয়া ভীষণ অসুস্থ‌। অথচ এই সৈরাশাসক আইনের দোহাই দি‌য়ে তা‌কে বি‌দে‌শে সু‌চি‌কিৎসা জন‌্য যে‌তে দি‌চ্ছে না। তারা নি‌জেরা আইন মা‌নে না; অথচ আইরে দোহাই দেয় ।

আগামীদিনের আন্দোলনে ছাত্রদল সামনের কাতারে থাকবে জানিয়ে শ্যামল বলেন, সাম‌নে যে আন্দোলনের ঘোষণা আস‌বে, সেই আন্দোলনে বাংলা‌দেশ জাতীয়তাবা‌দি ছাত্রদল অগ্রনি ভু‌মিকা রাখ‌বে ইনশআল্লাহ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com