গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য আরো বৃহত্তর আন্দোলন হবে: মির্জা আব্বাস
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও বিদেশে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য আরো বৃহত্তর পরিসরে আন্দোলন কর্মসূচি দেয়া হবে। করোনার মধ্যেও এই আন্দোলন চলবে।
মঙ্গলবার বিকেলে দেশব্যাপী ১০টি সাংগঠনিক বিভাগে সমাবেশের অংশ হিসেবে ফরিদপুরে অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস একথা বলেন।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে দেশব্যাপী বিভাগীয় সমাবেশের অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মির্জা আব্বাস তার বক্তব্যে বলেন, একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলের সাথে ভালো আচরণ করবে এটিই আমরা আশা করি। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথেও বর্তমান প্রধানমন্ত্রীর এমন আচরণই আমরা প্রত্যাশা করেছিলোম। বেগম খালেদা জিয়া না থাকলে, বিএনপি না থাকলে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বও থাকবে না।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মোদাররেস আলী ইছা, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইয়াসমিন আরা হক খুকু ও যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ।
সভা পরিচালনার দায়িত্বে ছিলেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক ও সেলিমুজ্জামান সেলিম।
ফরিদপুরের এই সাংগঠনিক বিভাগীয় সমাবেশে যোগ দিতে দুপুর হতেই ফরিদপুরসহ পার্শ্ববর্তী জেলা ও উপজেলা হতে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হওয়ার আগে সমাবেশস্থল লোকে লোকারণ্য হয়ে যায়। ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ।
ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তের ভেতরে এসময় উপস্থিত কর্মীরা একাধিক গ্রুপে বিভক্ত হয়ে স্লোগান দিতে শুরু করলে সেখানে কিছু সময়ের জন্য বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে কেন্দ্রীয় মির্জা আব্বাস তার বক্তব্য সংক্ষিপ্তভাবে শেষ করে সমাবেশের সমাপ্তি টানেন।
সমাবেশ শেষে মির্জা আব্বাস সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন বলেন, ইনশাআল্লাহ আরো বৃহত্তর কর্মসূচির মাধ্যমে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো। বিএনপি একটি সুশৃঙ্খল দল। সকলে সুশৃঙ্খলভাবে আন্দোলন কর্মসূচিতে অংশ নিবেন।