খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে চট্টগ্রামেও গণঅনশনে বিএনপির নেতাকর্মীরা

0

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর ন্যায় চট্টগ্রামেও গণঅনশনে বসেছেন দলের নেতাকর্মীরা।

শনিবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে কাজির দেউরি দলীয় কার্যালয়ের সামনে মহানগর এবং বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় দক্ষিণ জেলার নেতাকর্মীরা অনশনে বসেন। বিকেল ৪টা পর্যন্ত টানা এ কর্মসূচি চলার কথা রয়েছে।

অনশন কর্মসূচিতে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এ সময় বক্তারা বলেন, অবিলম্বে দেশনেত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়াকে মুক্তি দেওয়া হোক। দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা না করে সরকার তার প্রতি অমানবিক আচরণ করছে।

বেগম জিয়ার যে কোনো দুর্ঘটনার দায়ভার সরকারকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা।

গণঅনশন কর্মসূচিতে উপস্থিত রয়েছেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর প্রমুখ।

এদিকে বিএনপির কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থান নিতে দেখা গেছে নগর পুলিশকে। অপ্রীতিকর ঘটনা এড়াতে গণঅনশনের আশেপাশে ছাড়াও নগরের বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com