সরকারকে ক্ষমতায় রেখে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়: খন্দকার মোশাররফ

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শেখ হাসিনার অধীনে কোনও সুষ্ঠু নির্বাচন হতে পারে না। বিএনপি এ ধরনের নির্বাচনে যাবে না, তাই নির্বাচন নিয়ে কথা বলে লাভ নেই।

বুধবার (১০ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ৯০ এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত  শহীদ নূর হোসেনের শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, ‘আজকে আমরা একটা সংকটের মধ্যে আছি। গণতন্ত্র পুনরুদ্ধার এবং আমাদের নেত্রীর মুক্তি এটা একই সূত্রে গাঁথা। এ সরকারকে ক্ষমতায় রেখে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়।’

স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত শহীদ নূর হোসেনের স্মরণে তিনি বলেন, ‘‘আজকে আমাদের দুর্ভাগ্য. ৩৪ বছর আগে ‘স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক’— এই প্রেক্ষাপটে আমি মনে করি, এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে স্বৈরাচারের বিরুদ্ধে নূর হোসেন শাহাদাতবরণ করেছেন, আজকে সেটা স্বৈরাচার থেকে একটু আপডেট হয়ে গেছে।  আজকে যারা দেশ পরিচালনা করছে, তারা ফ্যাসিস্ট সরকারে পরিণত হয়েছে।’’

‘বিএনপির অস্থিত্ব নেই’, প্রধানমন্ত্রীর এমন মন্তব্যে তিনি বলেন বলেন, ‘আপনি প্রশাসন ছাড়া মাঠে আসেন, তখন দেখা যাবে অস্তিত্ব বিএনপির আছে না আওয়ামী লীগের আছে। আজকে আওয়ামী লীগ নয় প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করছেন— পুলিশ প্রশাসনকে দিয়ে।’

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে। এটা নিয়ন্ত্রণ করছে না সরকার। কেননা, দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে যে সিন্ডিকেট, এটার পেছনে রয়েছে আওয়ামী লীগের সিন্ডিকেট।  তারা তো এটার ব্যাপারে কোনও পদক্ষেপ নেবে না।’

তিনি অভিযোগ করেন, তারা (আওয়ামী লীগ) বিরোধী দল রাখে নাই, বিরোধী কণ্ঠস্বর এখানে গ্রহণ করা হয় না। সংবাদপত্র স্বাধীনভাবে লিখতে পারে না। যারা চেষ্টা করেছেন, তাদের বিভিন্ন অজুহাতে গ্রেফতার করেছে। কী পরিমাণ নাজেহাল অবস্থা। আমাদের সামনে চ্যালেঞ্জ— গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।’

সভায় উপস্থিত ছিলেন— বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ঢাকা উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমানসহ অনেকে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com