‘সাদেক হোসেন খোকা সারাজীবন জনকল্যাণে কাজ করে গেছেন’

0

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে শ্রদ্ধাভরে স্মরণ করলেন দলটির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সাদেক হোসেন খোকা ছিলেন প্রগতিশীল রাজনীতিবিদ। মৃত্যুর আগ পর্যন্ত তিনি মানুষের মুক্তির কথা ভেবেছেন, সারাজীবন জনকল্যাণে কাজ করে গেছেন।’

সোমবার (৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে সাদেক হোসেন খোকার স্মরণসভায় অংশ নেন মির্জা ফখরুল। তিনি আরও বলেন, ‘সাদেক হোসেন খোকা ছিলেন গুণী ব্যক্তি। বারবার নির্বাচনে জয়ী হয়ে নিজের জনপ্রিয়তার প্রমাণ দিয়েছেন তিনি।’

সাদেক হোসেন খোকার আদর্শকে অনুসরণ করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের উচিৎ তাকে অনুসরণ করে জনগণকে তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে নিয়ে আসা।’

স্মরণসভায় আরও ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব খাইরুল কবির খোকন, কল্যাণ পার্টির প্রতিষ্ঠাতা মেজর জেনা‌রেল (অব.) চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম, গণসংহতির সমন্বয়ক জোনায়েদ সাকিসহ অনেকে।

গত ৪ নভেম্বর ছিল সাদেক হোসেন খোকার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।

সাদেক হোসেন খোকা ১৯৫২ সালের ১২ মে ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেন। ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০২ সালে ঢাকার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ছিলেন অবিভক্ত ঢাকার শেষ নির্বাচিত মেয়র।

২০১২ সালে চিকিৎসার উদ্দেশে দেশ ছাড়েন সাদেক হোসেন খোকা। ২০১৯ সালের ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com