খোকার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

0

অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর গোপিবাগে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে এ মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।

মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছাড়া দলের অপর স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, চেয়ারপারসনের উপদেষ্টা মসিউর রহমান, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান বাবুল, নাজিম উদ্দিন আলম, ওলামা দল আহ্বায়ক শাহ মো. নেছারুল হক, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম, সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনসহ কেন্দ্রীয় ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

আগামী শুক্রবার (৫ নভেম্বর) দুপুরে দুই মহানগর বিএনপির আয়োজনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে স্মরণ সভা অনুষ্ঠিত হবে।

১৯৫২ সালের ১ মে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন সাদেক হোসেন খোকা। বিএনপির অন্যতম নীতি-নির্ধারকদের একজন ছিলেন তিনি। প্রায় দেড় দশক বিএনপির ঢাকা মহানগর কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। আমৃত্যু ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান। ২০১৯ সালের ৪ নভেম্বর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com