প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে যা বললেন মমতা
ভারতের ২০২৪ সালের লোকসভা নির্বাচনে নিজের প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষার বিষয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এখন যদি আমি সব বলে দেই, তাহলে পরে কী বলবো। শুক্রবার গোয়াতে নির্বাচনি প্রচারে অংশগ্রহণের সময় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ নিউজ এ খবর জানিয়েছে।
২০২১ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বড় জয় পাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ক্ষমতাসীন বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে বিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন।
কিছু দিন আগে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীসহ কয়েকটি বিরোধীদলীয় নেতাদের সঙ্গে দিল্লিতে বৈঠক করেছেন মমতা। তবে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকে কোনও ইতিবাচক ফল আসেনি। তৃণমূলের মুখপত্র জাগো বাংলা’র সেপ্টেম্বর সংস্করণে বলা হয়েছে, নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ জানাতে প্রধানমন্ত্রী হওয়ার মুখ হয়ে উঠতে পারেননি কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী।
তৃণমূলের বেশ কয়েকজন নেতা প্রকাশ্যে বলছেন, ২০২৪ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকাদের মধ্যে রয়েছেন মমতা। সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বাবুল সুপ্রিয়ও একই কথা বলেছেন।
আরেক তৃণমূল নেতা মনোজ তিওয়ারি টুইটারে লিখেছিলেন, বাংলা আজ চিন্তা করে, ভারত তা পরের দিন ভাবে। দিদি পথ দেখাবেন।
২৮ অক্টোবর থেকে তিন দিনের গোয়া সফরে রয়েছে মমতা। আগামী বছরের শুরুতে রাজ্যটির বিধানসভা নির্বাচনে তৃণমূলের অংশগ্রহণের প্রস্তুতি জোরদার করতে এই সফর করছেন তিনি।
লোকসভা নির্বাচন ঘিরে তৃণমূলের বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে গোয়াতে বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করা হচ্ছে কিনা জানতে চাইলে মমতা বলেন, আমরা ২০২৪ সালের নির্বাচনে অংশগ্রহণ করবো। আমরা স্বচ্ছ। আমরা লুকোচুরি খেলি না।