সিরিয়া ও ইরাকে আরও দু’বছর সামরিক মিশন অব্যাহত রাখবে তুরস্ক
সিরিয়া ও ইরাকের উত্তরাঞ্চলে আন্তঃসীমান্ত অভিযান জোরদারে তুরস্কের সামরিক মিশন আরও দুই বছর বাড়ানোর অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট।
মঙ্গলবার (২৬ অক্টোবর) ইরাক ও সিরিয়া ইস্যুতে প্রথমবার সামরিক বাহিনীর সময়সীমা বাড়ালো আঙ্কারা।
তুরস্ক যেসব গোষ্ঠীগুলোকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে আসছে এদের বিরুদ্ধে আন্তঃসীমান্ত অভিযান পরিচালনার জন্যই সময়সীমা বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। তুর্কি সেনারা সিরিয়ার সবশেষ বিদ্রোহী উত্তরাঞ্চলে অবস্থান করছে। এছাড়া ইরাকে তুরস্কের বাহিনী আছে।