ইমরান খান দিল্লিতে জনসভা করলে মোদির থেকেও বেশি ভিড় হবে: পাকিস্তানের তথ্যমন্ত্রী
পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, ভারতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জনপ্রিয়তা আকাশছোঁয়া। এমনকি, ভারতের প্রধানমন্ত্রী মোদির চেয়েও বেশি জনপ্রিয় তিনি।
রবিবার (২৪ অক্টোবর) দুবাইয়ে ভারত-পাকিস্তান মহারণের আগে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেছেন।
পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন, “ইমরান খান ভারতে অত্যন্ত জনপ্রিয়। যদি আজই তিনি দিল্লিতে একটি জনসভা করেন, তবে সেখানে মোদির জনসভার থেকেও বেশি ভিড় হবে।”
তিনি আরো বলেন, ভারতের প্রধানমন্ত্রী মোদির কারণেই ভারত ও পাকিস্তানের সম্পর্ক খারাপ হয়েছে।