বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম বিনষ্ট করছেন শেখ হাসিনা সরকার: রিজভী

0

বহির্বিশ্বে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের যে সুনাম রয়েছে সেটি বিনষ্ট করছে শেখ হাসিনার অবৈধ সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, ‘আমি যে কথাগুলো বলছি এটা বিএনপি’র কোন বক্তব্য নায়। আজকে গণমাধ্যমগুলোতে সরকারের চাপের মুখেও সত্য কথা বেরিয়ে আসছে। কুমিল্লায় পূজামণ্ডপে যে তাণ্ডব ঘটেছে এটি পরিকল্পিত একথা আগেও বলেছি। সরকার নিজেদের স্বার্থের জন্য এই ঘটনা ঘটিয়েছে। কুমিল্লা, হাজিগঞ্জ, রংপুর, চট্টগ্রাম প্রতিটি জায়গায় ঘটে যাওয়া ঘটনায় আওয়ামী লীগ নিশ্চুপ ছিল।

শনিবার (২৩ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘পত্রপত্রিকায় আসছে ঘটনার দিন সকালে কুমিল্লায় পুজামণ্ডপে ওসি সাহেব গেলেন উনি পুজামণ্ডপ থেকে কোরআন শরিফ তুললেন, উনি কেন এতোক্ষণ মিডিয়ার সামনে ধরে রাখলেন? প্রত্যেকটাতে প্রমাণিত হয় এটি পরিকল্পিত। এটি গভীর ষড়যন্ত্রের অংশ। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের বহির্বিশ্বে যে সুনাম রয়েছে সেটি বিনষ্ট করছেন শেখ হাসিনার অবৈধ সরকার।

দ্রব্যমূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিএনপির এই মুখপাত্র বলেন,’আজকে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করবে না কেন। ওরা একটা বালিশের দাম নেয় ২২ হাজার টাকা। এই দুর্নীতি এবং তাদের পকেট ভারি করার জন্যই দ্রব্য মূল্যের দাম বাড়িয়েছে সরকার। সয়াবিন তেল, কাচা মরিচ, পেঁয়াজ, চাল; এশিয়ার মধ্যে বাংলাদেশে চালের দাম সবচেয়ে বেশি। এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামের সভাপতিত্বে এবং সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় মানববন্ধনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন, স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ প্রমুখ বক্তব্য দেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com