কৃষকদের ন্যায্য মূল্য চাঁদাবাজ ও মধ্যস্বত্বভোগীদের দালালরা লুটেপুটে খাচ্ছে: কৃষকদল

0

কৃষক দল অভিযোগ করেছে, ‘কৃষি উপকরণ, সেচ, সার, কীটনাশকের মূল্য পরিশোধ করতে গিয়ে কৃষকের এখন ত্রাহি ত্রাহি অবস্থা। অন্যদিকে কৃষক তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না। মাঝখানের চাঁদাবাজ ও মধ্যস্বত্বভোগীদের দালালরা সব লুটেপুটে খাচ্ছে।’

বুধবার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী কৃষক দলের নবগঠিত কমিটি শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন সংগঠনের নেতারা।

সংগঠনের দফতর সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, কৃষক দলের নবগঠিত কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলসহ নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা, ময়মনসিংহ মহানগর, বগুড়া জেলা এবং ঢাকা মহানগরের মুগদা, বংশাল, গেন্ডারিয়া, শাহজাহানপুর, মতিঝিল, পল্টন, খিলগাঁও, ওয়ারী ও কোতোয়ালি থানা কৃষকদলের নেতৃবৃন্দ।

কৃষক দলের নেতারা বলেন, ‘ফ্যাসিবাদী রাষ্ট্রে কোনও মানুষই এখন ভালো নেই। এ দেশে কৃষক-শ্রমিক-জনতা সবাই নিপীড়িত ও অধিকার বঞ্চিত। সুতরাং এই কৃষকবিরোধী, গণতন্ত্রবিরোধী অপশক্তিকে যদি এখনই ক্ষমতা থেকে উচ্ছেদ করা না যায়, তাহলে কৃষক বাঁচবে না, দেশ বাঁচবে না।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com