রাতের আঁধারে র‌্যাব-পুলিশ নয়, দিনের আলোয় দেশের মালিক জনগণই বিএনপিকে ভোট দেবে

0

র‌্যাব-পুলিশ নয়, দেশের মালিক জনগণই বিএনপিকে ভোট দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখেন, বিএনপিকে কারা ভোট দেয়।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী প্রশ্ন করেছেন- বিএনপিকে কারা ভোট দেবে ও কেন দেবে? বিএনপিকে তো ভোট দেবে জনগণ, সেটা দিনের আলোয়। র‌্যাব-পুলিশ বা দলের নেতাকর্মীরা রাতের অন্ধকারে বিএনপিকে ভোট দিতে আসবে না।’

মঙ্গলবার (৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘বাংলাদেশ শিক্ষক সমিতি’ আয়োজিত শিক্ষক প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকারকে ‘মিডনাইট ভোটের সরকার’ মন্তব্য করে রিজভী বলেন, ‘রাতের অন্ধকারে ভোট কারা দেয়, সেটা আগে সরকারকে স্পষ্ট করতে হবে। কারণ বিএনপিকে কেউ রাতের অন্ধকারে ভোট দেয় না। এ জন্য সরকার ভোটারদেরও চেনেনও না। প্রধানমন্ত্রী চেনেন, র‌্যাব-পুলিশ ও দলীয় ভোটার। এ জন্যই তিনি প্রশ্ন করেন, বিএনপিকে কে ভোট দেবে।’

বিএনপির এ নেতা বলেন, ‘আমরা ছোটবেলায় পড়েছি, লেখাপড়া করে যে, গাড়ি ঘোড়ায় চড়ে সে। এসব প্রবাদ এখন সংশোধন করতে হবে। কারণ এখন আওয়ামী লীগ করে যে, গাড়ি ঘোড়ায় চড়ে সে। যুবলীগ করে যে, গাড়ি ঘোড়ায় চড়ে সে। ছাত্রলীগ করে যে, গাড়ি ঘোড়ায় চড়ে সে। এখন শিক্ষিতদের কোনো নাম নেই।’

দেশের শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে রিজভী বলেন, ‘আজকে পরীক্ষার খাতায় কিছু না লিখেও অনেকে জিপিএ-৫ পেয়ে যাচ্ছে। এসএসসি-এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা দিতে গেছে, কিছুই পারে না। এ দায় কী শিক্ষকদের? এটার দায় শিক্ষাব্যবস্থা এবং যারা দেশ পরিচালনা করছে, তাদেরকেই নিতে হবে।’

‘শুধু পাশ করিয়ে দাও, জিপিএ-৫ পাইয়ে দাও, এভাবেই চলছে শিক্ষা কার্যক্রম। সরকার যেমন নকল করে ক্ষমতায় গেছেন, শিক্ষার্থীদেরও নকলের দিকে ঠেলে দিয়ে গোটা শিক্ষাব্যবস্থাকে কলঙ্কিত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে’ বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী।

তিনি আরও বলেন, ‘আজকে সবচেয়ে অবহেলিত ও নির‌্যাতিত শিক্ষক সমাজ। নির‌্যাতিতরা কীভাবে জাতির মেরুদণ্ড হবে? মেরুদণ্ড বানানো হচ্ছে, ক্যাসিনো চালানো ছাত্রলীগ-যুবলীগ নেতাদের, যারা দুই হাজার কোটি টাকা পাচার করে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com