লাদাখে নতুন করে সেনা মোতায়েন করল চীন: চিন্তিত দিল্লি

0

ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে বলেছেন, লাদাখ সীমান্তে আবারও সেনা মোতায়েন করেছে চীন, যা উদ্বেগের বিষয়। গত ছয় মাস ধরে লাদাখের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক ছিল।

শনিবার (২ অক্টোবর) সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।

ভারতের সেনাপ্রধান বলেন, পূর্ব লাদাখে উল্লেখযোগ্য হারে সেনা মোতায়েন করেছে চীন। অবশ্যই সেখানে উত্তেজনা বিরাজ করছে, যা আমাদের জন্য উদ্বেগের বিষয়। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পরিস্থিতির ওপর নির্ভর করেই আমরা এগোচ্ছি। আমরা যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছি।

তিনি বলেন, আমরা আলোচনার মাধ্যমেও সমস্যার সমাধান করতে পারি। আমি আশাবাদী যে, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের ১৩তম বৈঠকে আমরা একটি ঐক্যমতে পৌঁছাতে পারবো।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com