জনগণের ট্যাক্সের টাকায় মেগা প্রকল্পের নামে দুর্নীতি কখনই গ্রহণযোগ্য হতে পারে না: বিএনপি
মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প ব্যয় বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। শনিবার বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল রোববার (২৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ কথা জানান।
মির্জা ফখরুল বলেন, সভায় মাতারবাড়ি ১২০০ মেগাওয়াট আল্ট্রাসুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পটিতে সাত বৎসর এক মাসে মাত্র ৪৫ শতাংশ অগ্রগতি হওয়ায় এবং ১৬ হাজার কোটি টাকা ব্যয় বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। মেগা প্রকল্পগুলিতে সরকারের দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছেছে।
তিনি বলেন, একদিকে কয়লাভিত্তিক প্রকল্পের ফলে জলবায়ুর ওপরে বিরূপ প্রভাব এবং অন্যদিকে জনগণের ট্যাক্সের টাকায় এই ধরনের দুর্নীতি কখনই গ্রহণযোগ্য হতে পারে না। সভায় দীর্ঘসূত্রতা ও দুর্নীতির বিষয়ে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়।