যে প্রক্রিয়াতেই নির্বাচন কমিশন গঠন হোক আ.লীগের অধীনে ‘হুদা মার্কা’ কমিশন-ই হবে: বুলু
বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, আওয়ামী লীগের আমলে যে প্রক্রিয়াতেই নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হোক না কেন তা ‘হুদা মার্কা’ কমিশন-ই হবে। গতকাল শনিবার বেগমগঞ্জ উপজেলায় যুবদলের এক কর্মী সভায় তিনি এ কথা বলেন। সভায় ভার্চুয়ালি যোগ দেন সাবেক যুবদল সভাপতি বুলু।
বরকত উল্লাহ বুলু বলেন, আওয়ামী লীগের অধীনে কোনোদিনও সুষ্ঠু নির্বাচন হয়নি। তারা নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। তাদের অধীনে যে নির্বাচন কমিশন গঠন করা হোক না কেন তা হুদা কমিশনের মতোই হবে। তাই আগে দলীয় সরকারের অধীনে নির্বাচনী ব্যবস্থা বাদ দিতে হবে।
বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারিতে। ১৫ ফেব্রুয়ারির আগে নতুন কমিশন দায়িত্ব নেবে।
ইউনিয়ন যুবদলের সভাপতি সাহাদাত হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন, বেগমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলী, সদস্য সচিব মহিউদ্দিন রাজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুমন প্রমুখ।