আফগানিস্তান, লিবিয়া ও সিরিয়া নিয়ে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে তুরস্কের বৈঠক
আফগানিস্তান, লিবিয়া ও সিরিয়ার সমস্যা সমাধানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগ্লু।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে ডেইলি সাবাহ এর খবরে বলা হয়েছে।
বৈঠকের বিষয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী চাভুসগ্লু জানান, জাতিসংঘ প্রধানের সঙ্গে বৈঠকে সাইপ্রাস, আফগানিস্তান, লিবিয়া, সিরিয়া এবং জলবায়ু পরিবতর্নসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তুরস্ক জাতিসংঘের বিভিন্ন কাজে সহযোগিতা করে যাবে।