সিরিজ বোমা হামলা ও ২১ আগস্টের হামলায় আওয়ামী লীগ জড়িত: রিজভী

0

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কঠোর সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সিরিজ বোমা হামলা ও ২১ আগস্টের হামলায় বিএনপি নয়, আওয়ামী লীগই জড়িত। তৎকালীন বিএনপি সরকারকে বেকায়দায় ফেলতে আওয়ামী লীগ এসব হামলা করেছিল। শুধু তাই নয়, পিলখানায় বিডিআরের তরুণ অফিসারদের হত্যায়ও আওয়ামী লীগকেই দায় নিতে হবে।’

তথ্যমন্ত্রীর সমালোচনা করে রিজভী আহমেদ বলেন, ‘চক্রান্ত করে ১৫ আগস্টের ঘটনায় জিয়াউর রহমানকে সামনে আনছে সরকার। কিন্তু তাতে লাভ হবে না। তিনি মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তাঁকে নিয়ে আমরা লজ্জিত হবো না, বরং তাকে নিয়ে আমরা গর্বিত। দেশবাসীও গর্ববোধ করে।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মদিন উপলক্ষে গতকাল বুধবার (১৮ আগস্ট) সকালে কেরানীগঞ্জে দোয়া ও আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘অত্যন্ত পরিকল্পিতভাবে গতকাল বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করেছে পুলিশ। বিএনপিকে নির্মূল করতে সরকার মরিয়া। তারা লোক সমাগম দেখলে ভয় পায়। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে হাজার হাজার লোকের সমাগম দেখে ভীত হয়ে এ হামলা করেছে।’

তিনি বলেন, ‘ক্ষমতায় টিকে থাকতে সর্বোচ্চ নিপীড়ন-নির্যাতন করছে সরকার। গতকাল পুলিশ বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করে রক্তাক্ত করে উল্টো বিএনপির নেতাদের নামেই মামলা করছে, তাদের আটক করছে। পুলিশের হামলায় গুরুতর আহত মহানগর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল ইসলাম ও দলের সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, ‘একটি জাতীয় দৈনিকে পরিকল্পিতভাবে প্রবন্ধ লিখা হচ্ছে। ৪০ বছর পর কেন ‘আনট্র্যাঙ্কুয়েল রিকালেকশন’ বইয়ের উদ্ধৃতি দিয়ে এ প্রবন্ধ লেখা হচ্ছে, মানুষের তা বুঝতে অসুবিধা হয় না। এটি গভীর চক্রান্তেরই অংশ।’

দেশজুড়ে লাগাতার গুম-খুনের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, ‘জাতিসংঘের পর এবার হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশ সরকার কর্তৃক গুম হওয়াদের অবিলম্বে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছে এবং জাতিসংঘের অধীনে তদন্ত দাবি করছে। আমি দলের পক্ষ থেকে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, অবিলম্বে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিন। অন্যথায় এর পরিণাম ভাল হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জড়িত সদস্যরাও ছাড় পাবেন না। গুম-খুনের বিচার একদিন হবেই।’

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে সাবেক ডাকসু নেতা ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি নির্বাচনে কোনদিন পরাজিত হননি। তাঁকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দি করে রাখা হয়েছে। তিনি বর্তমানে গৃহবন্দি। তিনি সুচিকিৎসা পাচ্ছেন না।’

কেরানীগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক এমপি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, নাজিম উদ্দীন মাস্টার, জেলা বিএনপির নেতা জয়নাল আবেদিন বাবুল, মোসাদ্দেদ আলী বায়ুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com