বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার বিএনপি নেতা আমিনুল ইউনাইটেড হাসপাতালে ভর্তি

0

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে গিয়ে বিনা উস্কানিতে বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশের হামলার ঘটনা ঘটেছে। এতে বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকসহ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। আমানউল্লাহ আমান ও আমিনুল হককে রাজধানীর ইউনাইটেড হসপিটালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আমিনুল হকসহ অনেকের অবস্থা গুরুতর।

এদিকে হাসপাতালে তাদের দেখতে গিয়েছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু-, সাবেক সাংসদ বিএনপি কমিনিউকেশনের প্রধান সম্পাদক জহির উদ্দিন স্বপন ও বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেটশামসুর রহমান শিমুল বিশ্বাস।

এছাড়া ইউনাইটেড হাসপাতালে বিএনপি চেয়ারপারসনে উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনারসহ আরও কয়েকজন চিকিৎসক তাদের খোজ নিয়েছেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

আজ বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম দাবি করেন, পুলিশি হামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, যুগ্ম আহ্বায়ক ফেরদৌসি আহমেদ মিষ্টিসহ অন্তত শতাধিক নেতাকর্মী গুরুতর আহত হন। আহতরা রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

সংবাদ সংগ্রহ করতে যাওয়া একটি বেসরকারি টেলিভিশনের একজন সাংবাদিক ও দুই জন ক্যামেরাম্যানও আহত হয়েছেন। এছাড়াও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এ জে এম শামসুল হক, কৃষক দলের কেন্দ্রীয় নেতা শাহজাহান সম্রাটসহ অনেক নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com