২৪ রুশ কূটনীতিককে দেশ ছাড়তে বলেছে যুক্তরাষ্ট্র

0

রাশিয়ার ২৪ কূটনীতিককে আগামী সেপ্টেম্বরের মধ্যে দেশ ত্যাগ করতে বলেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত অ্যানাটলি অ্যান্তোনভ জানান, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর আগামী সেপ্টেম্বরের মধ্যে রাশিয়ার এই ২৪ কূটনীতিককে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে বলেছে ওয়াশিংটন। গতকাল সোমবার বার্তা সংস্থারয়টার্সের প্রতিবেদনে তথ্য জানানো হয়।

ন্যাশনাল ইন্টারেস্ট ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে রুশ রাষ্ট্রদূত বলেন, ওয়াশিংটন ভিসা দেওয়ার প্রক্রিয়া হঠাৎ কঠোরকরেছে। কারণে রাশিয়ার যে ২৪ কূটনীতিক যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যাচ্ছেন, তাদের প্রায় সবার ক্ষেত্রেই অন্য কেউ স্থলাভিষিক্ত হচ্ছেন না।

কোনো সুনির্দিষ্ট বিরোধ থেকে ওয়াশিংটন এমন নির্দেশ দিয়েছে কি না, সে সম্পর্কে কিছু বলেননি যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত। বিষয়ে ওয়াশিংটনের কাছ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পায়নি রয়টার্স।

বিভিন্ন বিষয়ে ওয়াশিংটন মস্কোর মধ্যে অনেক দিন ধরেই মতভেদ রয়েছে। জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বনেওয়ার পর দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও তিক্ত হয়। বাইডেন দায়িত্ব নেওয়ার পর এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্টভ্লাদিমির পুতিনকেখুনিহিসেবে অভিহিত করেছিলেন। তার মন্তব্যে ভীষণ ভাবে চটে যায় ক্রেমলিন।

এমন প্রেক্ষাপটে গত ১৬ জুন বাইডেন পুতিনের মধ্যে বৈঠক হয়। বৈঠকের পর দুই দেশের মধ্যকার উত্তেজনা কিছুটা কমে।

রুশ রাষ্ট্রদূত অ্যানাটলি বলেন, তারা আশা করেন, সাধারণ বোধবিবেচনা জয়ী হবে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত রুশ কূটনীতিক রাশিয়ায় অবস্থানরত মার্কিন কূটনীতিকদের জীবন পারস্পরিকতার নীতিতে স্বাভাবিক করতে তারা সক্ষম হবেন বলে আশাকরেন তিনি।

সাইবার নিরাপত্তা নিয়ে উভয় দেশের মধ্যে শুরু হওয়া আলোচনা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন রুশ রাষ্ট্রদূত অ্যানাটলি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com