ইরাক থেকে মার্কিন যুদ্ধ মিশনের সমাপ্তি ঘটাতে বাইডেন-কাদিমির চুক্তি

0

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আলকাদিমি সোমবার একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন।এর ফলে ২০২১ সালের শেষ নাগাদ আনুষ্ঠানিক ভাবে ইরাক থেকে যুক্তরাষ্ট্রের যুদ্ধ মিশনের সমাপ্তি ঘটাবে। আর তা হতে যাচ্ছে ইরাকে যুক্তরাষ্ট্রের সৈন্য পাঠানোর ১৮ বছরের বেশি সময় পর।

প্রেসিডেন্ট বাইডেন আগস্টের শেষ নাগাদ আফগানিস্তান থেকে শেষ সেনা সদস্যদেরও প্রত্যাহার করে নিচ্ছেন। এর ফলে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তার শাসনামলে যে দুটি যুদ্ধ শুরু করেছিলেন, ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেন ওই যুদ্ধমিশন গুলোর সমাপ্তি ঘটাচ্ছেন।

ওভাল অফিসে বাইডেন কাদিমি এই প্রথম সরাসরি সাক্ষাৎ করেন। যুক্তরাষ্ট্র ইরাকের মধ্যে কৌশলগত আলোচনার অংশ হিসাবে এটি করা হলো।

ইরাকে বর্তমানে যুক্তরাষ্ট্রের ২৫০০ সেনা সদস্য রয়েছে, যারা ইসলামিক স্টেটের অবশিষ্টাংশের বিরুদ্ধে যুদ্ধে ভূমিকা রাখছে। ইরাকেযুক্তরাষ্ট্রের ভূমিকা হবে কেবলমাত্র দেশটির সামরিক বাহিনীকে আত্মরক্ষার কাজে পরামর্শ এবং প্রশিক্ষন দেওয়া।

সূত্র: ভয়েস অব আমেরিকা

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com