ফ্যাসিবাদী সরকারকে হটানো না গেলে স্বাধীনতা যুদ্ধের মূল লক্ষ্য ধ্বংস হয়ে যাবে: বিএনপি

0

রাজনীতিবিদরা রাজনীতি করছেন না, তারা  রাজনীতিতে নেই বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার (২৬ জুলাই) দুপুরে এক ভার্চুয়াল আলোচনা সভায় বিএনপির মহাসচিব মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘শুধু বাংলাদেশে নয়, সমগ্র বিশ্বেই এই একটা নষ্ট সময় চলছে। যে নষ্ট সময়টাতে রাজনীতিবিদদের ভালো থাকা, রাজনীতিবিদদের সঠিক রাস্তায় যাওয়া, রাজনীতিবিদদের সঠিকভাবে রাজনীতিকে নির্মাণ করাএটা অত্যন্ত কঠিন কাজ। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে, এখন রাজনীতিবিদরা রাজনীতি করছেন না, রাজনীতিবিদরা রাজনীতিতে নেই।

বিএনপির প্রয়াত সহসাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষেআবদুল আউয়াল খান ফাউন্ডেশনেরউদ্যোগেস্মৃতিতে অম্লানশীর্ষক এই ভার্চুয়াল স্মরণ সভা হয়। গত বছরের ২০ জুলাই করোনায় আক্রান্ত হয়েমারা যান আবদুল আউয়াল খান।

বর্তমান রাজনৈতিক অবস্থা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘এখনকার যে পৃথিবী, এখনকার যে রাজনীতি এই রাজনীতিটা সম্পূর্ণ ভিন্ন। একটা নষ্ট সময়, একটা ভয়ংকর সময়যে সময়টা রাজনীতিকে সঠিক খাতে প্রবাহিত করে না, যে সময়টা মানুষকে রাজনীতিতে সঠিকভাবে গঠিত হওয়ার সুযোগ দেয় না। যে রাজনীতি শুধুমাত্র নষ্টের দিকে যায়, খারাপের দিকে যায়, যেরাজনীতি মানুষকে খারাপ করে তোলেএই রাজনীতির সময় কিন্তু চলছে।

সরকারকে হটাতে হবে, দায়িত্ব বেশি বিএনপির

বিএনপি মহাসচিব বলেন, ‘সার্বিকভাবে একটাই কথাএই সরকারকে যদি না সরানো যায়, তাহলে ১৯৭১ সালে আমাদের স্বাধীনতা যুদ্ধের যে মূল লক্ষ্য ছিল, সেই লক্ষ্য পুরোপুরি ভাবে ধ্বংস হয়ে যাবে। এখন এটা সারা দেশের মানুষের দায়িত্ব এই সরকারকে সরাতে হবে, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে, খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।

বিএনপির দায়িত্বটা বেশি যে বিএনপিকেই এর নেতৃত্ব নিতে হবেউল্লেখ করে ফখরুল বলেন, ‘সেজন্য আমাদের যেটা প্রয়োজন, আমাদের কখনও হতাশ হওয়া যাবে না, হতাশা ব্যর্থতা নিয়ে এগুনো যাবে না। আমাদেরকে অবশ্যই আশাবাদী হতে হবে, জনগকে সংগঠিত করতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই লক্ষ্যে কাজ করছেন। অনেক বাধাবিপত্তি, অনেক সুবিধাঅসুবিধার মধ্যেও কাজ হচ্ছে, সেই কাজ গুলোকে আমাদের একত্রিত করতে হবে।

আবদুল আউয়াল খান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সাবেক হুইপ মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে ফাউন্ডেশনের আহ্বায়ক অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার সঞ্চালনায় এই ভার্চুয়াল আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দএমরান সালেহ প্রিন্স, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রয়াত আবদুল আউয়াল খানের ছেলে আসাদুজ্জামান খান বক্তব্য রাখেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com