বিশ্ব করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ের ‘শুরুর ধাপে’: ডব্লিউএইচও

0

বিশ্ব করোনা ভাইরাসের তৃতীয় ঢেউয়েরশুরুর ধাপেরয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গ্যাব্রিয়েসুস। গতকাল বুধবার তিনি কথা বলেন, ইউএন নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে।

কোভিড১৯ বিষয়ক ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশন্‌সের (আইএইচআর) অষ্টম বৈঠকের শুরুতে টেড্রোস আধানমগ্যাব্রিয়াসুস বলেন, ‘আমরা এখন করোনার তৃতীয় ঢেউয়ের প্রাথমিক ধাপে রয়েছি।

ডব্লিউএইচও প্রধান বলেন, ১০ সপ্তাহ ধরে করোনার সংক্রমণ মৃত্যু নিম্নমুখী ছিল। কিন্তু, গত সপ্তাহ থেকে বিশ্বব্যাপী সংক্রমণ মৃত্যু বাড়তে শুরু করেছে। এর কারণ হিসেবে তিনি করোনার তীব্র সংক্রমিত ধরন ডেল্টার কথা উল্লেখ করেন।

টেড্রোস বলেন, ডেল্টা ধরন বর্তমানে বিশ্বের ১১১টি দেশে ছড়িয়ে পড়েছে। এটি শিগগিরই বিশ্বজুড়ে করোনার নিয়ন্ত্রক ধরন হয়েউঠবে।

ডব্লিউএইচও প্রধান টিকার মর্মস্পর্শী বৈষম্যের সমালোচনা করে বলেন, টিকার ঘাটতি মানে বিশ্বের বেশির ভাগ মানুষকে মহামারির দয়ার ওপর ছেড়ে দেওয়া।

টেড্রোস আরও বলেন, বিশ্বের অনেক দেশ এখনও কোনো টিকাই পায়নি। আবার অনেকে প্রয়োজনীয় পরিমাণ পায়নি। এজন্য কোভ্যাক্স কাজ করছে, তবে সীমিত পরিসরে। কোভ্যাক্স পর্যন্ত ১০ কোটি ডোজ টিকা সরবরাহ করতে পেরেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com