ভুয়া সনদ নিয়ে দেশে নিম্নমানের বিটুমিন আমদানি করা হচ্ছে: হারুন

0

দেশে নিম্নমানের বিটুমিন আমদানি করা নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ।ভুয়া সনদ নিয়ে নিম্নমানের বিটুমিন আমদানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

মঙ্গলবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২১২২ অর্থবছরের জন্য অর্থবিল পাসের আগে এর উপর সংশোধনী জনমত যাচাইবাছাইয়ের উপর আলোচনায় অংশ নিয়ে হারুনুর রশিদ ক্ষোভ প্রকাশ করেন।

এসময় স্পিকার . শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অধিবেশনে উপস্থিত ছিলেন।

হারুনুর রাশিদ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, রাস্তায় বিটুমিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

গত একমাস ধরে পত্রপত্রিকায় নিউজ হচ্ছে। ভুয়া সনদ নিয়ে দেশে নিম্নমানের বিটুমিন আমদানি করা হচ্ছে।

আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি বিষয়টি দেখা উচিত।

তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। ভুয়া সনদ নিয়ে জাহাজ থেকে নিম্নমানের বিটুমিন খালাস করা হচ্ছে। কারা এই নিম্নমানের বিটুমিন আনছে। এর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com