তারেক রহমানের নেতৃত্বেই জনগণের অধিকার আদায়ের আন্দোলনে বিএনপি সোচ্চার: ফখরুল

0

তারেক রহমানের নেতৃত্বেই জনগণের অধিকার আদায়ের আন্দোলনে বিএনপি সোচ্চার বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল সোমবার বিকেলে এক ভার্চুয়াল আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের সরকার প্রতিষ্ঠায় একটা দিক নির্দেশনা দিয়েছেন। তার দিক নির্দেশনা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সচেষ্ট হবো। আমরা আশা করি, আগামী দিনগুলোতে সেই লক্ষ্যেই আমাদের সমস্ত কাজ, আমাদের শক্তি আমাদের মেধাকে আমরা নিয়োগ করব। এবং  জনগণের অধিকার আদায়ের আন্দোলনের বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ।

বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশনসবিএনআরসির উদ্যোগেজাতীয় পরিচয়পত্র কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তরের সরকারি সিদ্ধান্ত: আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটের অধিকার পুনরায় লুণ্ঠনের এক নতুন ষড়যন্ত্রশীর্ষক এই ভার্চুয়াল আলোচনা সভা হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com