দেশে সুষ্ঠু নির্বাচনের উদ্যোগ গ্রহণ না করলে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে: বিএনপি

0

বিএনপি অভিযোগ করেছে, সরকারের মন্ত্রণালয় গুলোর মাঝে সমন্বয়হীনতা কাজ করছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সুনামগঞ্জের উন্নয়ন প্রকল্প নিয়ে দুই জন মন্ত্রীর পাল্টাপাল্টি বক্তব্য এবং পররাষ্ট্রমন্ত্রীর করোনা ভ্যাকসিন সংগ্রহে বিষয়ে মন্তব্য প্রমাণ করেছে যে, সরকারের মন্ত্রণালয় গুলোর মধ্যে কোনও সমন্বয় নেই। চরম সমন্বয়হীনতা, অযোগ্যতা এবং দুর্নীতি প্রতিটি উন্নয়ন প্রকল্পকে শুধুমাত্র লুটপাটের ক্ষেত্রে পরিণত করা হয়েছে।

রবিবার (২৭ জুন) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ফখরুল।তিনি  শনিবার (২৬ জুন) অনুষ্ঠিত স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলন করেন।

বিএনপির মহাসচিব বলেন, ‘এই সরকারের সর্ব খাতে চরম দুর্নীতি দেশের অর্থনীতিকে ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিচ্ছে।সভা মনে করে, এই সরকারের অবিলম্বে পদত্যাগ করে একটি নিরপেক্ষ সরকারের অধীনে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় অবাধ, সুষ্ঠু একটি অংশগ্রহণমূলক নির্বাচনের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায়, বাংলাদেশ একটি ব্যর্থরাষ্ট্রে পরিণত হবে।

শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে অংশগ্রহণ করেন. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস,  গয়েশ্বর চন্দ্র রায়, . আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ইকবাল হাসান মাহমুদ টুকু।

সংবাদ সম্মেলনে ফখরুল অভিযোগ করেন, কোভিড নিয়ন্ত্রণে টিকা সংগ্রহ বিতরণ সংক্রান্ত বিষয়গুলোতে কোনও পরিকল্পিত কার্যকরী রোড ম্যাপ তৈরি করা হয়নি এবং জনগণের সামনে তা প্রকাশ করা হয়নি। বিএনপি বারবার এই বিষয়ে সতর্ক করেছেএবং বিকল্প উৎস সন্ধানের কার্যকরী ব্যবস্থা গ্রহণের তাগাদা দিয়েছে। কিন্তু এই অনির্বাচিত সরকারের দায়িত্বহীনতা, উদাসিনতা, অযোগ্যতা এবং দুর্নীতির কারণে পুরো কার্যক্রম ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।

সভায় দলের আইন বিষয়ক সম্পাদক ব্যরিস্টার কায়সার কামাল আইন আদালত সংক্রান্ত বিষয় গুলোর ওপরে গৃহীত পদক্ষেপ কর্মসূচি বিষয়ে অবহিত করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com