আধিপত্য প্রতিষ্ঠায় মরিয়া বাউডেন-পুতিন-জিনপিং
আধিপত্য হচ্ছে এমন একটি মোহ যার শুরু আছে শেষ নেই। মানব সভ্যতায় আধিপত্যবাদের বিচরণ সর্বক্ষেত্রে পরিলক্ষিত হয়।পরিবার, সমাজ, রাষ্ট্র কিংবা আন্তর্জাতিক অঙ্গন সর্বক্ষেত্রে আধিপত্য বিস্তারের লড়াই চলছে যুগ যুগ ধরে। এই লড়াইয়ে যার কর্মকৌশল যত বুদ্ধিভিত্তিক তার আধিপত্য বিস্তারের ক্ষমতা ততটাই শক্তিশালী এবং বিস্তৃত হয় তার নেতৃত্বের পরিধি।
আঞ্চলিক আধিপত্য বিস্তারের পাশাপাশি সমগ্র বিশ্বে আধিপত্য প্রতিষ্ঠার একটা লড়াই প্রায় সময় দেখা যায় আন্তর্জাতিক অঙ্গনে। বিভিন্ন ঘটনার ভেতর দিয়ে প্রকাশ পায় মোড়ল রাষ্ট্রগুলোর আধিপত্যবাদের এই প্রবণতা। তবে অতীতের সকল রেকর্ডছাড়িয়ে সম্প্রতি আধিপত্যবাদ সৃষ্টির নজিরবিহীন তৎপরতা শুরু করেছেন তিনটি সুপারপাওয়ার দেশের তিন প্রবীণ প্রেসিডেন্ট।
তারা হলেন– যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।সংখ্যার দিক থেকে তিন হলেও যুদ্ধটা কিন্তু ত্রিমুখী নয়, দ্বিমুখী। এই লড়াইয়ে একদিকে যুক্তরাষ্ট্র এবং অন্যদিকে চীন ও রাশিয়ার জোট। বার্তা সংস্থা এপি ও নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে একবিংশ শতাব্দীর মোড় ঘোরানো এই লড়াইয়ের গতিধারা।
চীনের প্রেসিডেন্ট জিনপিং এবং রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন দু’জনই সাংবিধানিক ভাবে আজীবনের জন্য প্রেসিডেন্ট নন। কিন্তুবাস্তবে তারা কবে ক্ষমতা ছাড়বেন তা কেউ হলফ করে বলতে পারবে না। ধারণা করা হচ্ছে, একবিংশ শতাব্দীর নতুন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য একটি উল্লেখযোগ্য অংশজুড়ে বিশ্ব দরবারে হাজির থাকবেন এই দুই বিশ্ব নেতা।
এই দুই সুপারপাওয়ার একজোট হয়ে চলতি শতাব্দীর ভূরাজনীতির গতিধারা নির্ধারণ করতে চান সেটি বলার অপেক্ষা রাখে না।এর ফলে প্রতি বছরই তাদের ক্ষমতা বেড়েই চলেছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেই তারা এগিয়ে যেতে চানসামনের দিনগুলোতে। যুক্তরাষ্ট্রে একজন প্রেসিডেন্ট সর্বোচ্চ আট বছর ক্ষমতায় থাকতে পারেন। ফলে দেশটির পররাষ্ট্রনীতি যেকোনো সময় বদলে যেতে পারে। কিন্তু এর বিপরীতে পুতিন ও জিনপিং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট সম্প্রতি যে আইনে স্বাক্ষর করেছেন তাতে তিনি ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন। তার বয়সএখন ৬৮ বছর। দুই দশকের বেশি সময় ধরে ক্ষমতায় আছেন তিনি। সোভিয়েত নেতা জোসেফ স্টালিনের পর পুতিনই দেশটিরসবচেয়ে দীর্ঘস্থায়ী শাসক। ভিন্নমত দমনে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। অবশ্য তিনি জনগণের বিশাল অংশের কাছেজনপ্রিয় ও বটে।
অন্যদিকে চীনের প্রেসিডেন্ট জিনপিংয়ের বয়স এখন ৬৭ বছর। ২০১২ সাল থেকে ক্ষমতায় আছেন তিনি। চীনে নিবর্তন মূলকনানা ব্যবস্থা আগে থেকেই ছিল। জিনপিং তাকে আরও কঠোর পর্যায়ে নিয়ে গেছেন। পর্যালোচকদের মতে, মাও সেতুংয়ের মাধ্যমেচীনে কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর গত সাত দশকের মধ্যে জিনপিংই দেশটির সবচেয়ে ক্ষমতাধর নেতায় পরিণত হয়েছেন।
আন্তর্জাতিক পরিমণ্ডলেও চীন এখন একটি একটি বড় পরাশক্তি, যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিপক্ষ হিসেবে চীন নিজেকের ইতোমধ্যে প্রতিষ্ঠিত করেছে। অর্থনৈতিক ও সামরিক খাতেও যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে চীন।
জিনপিংও কঠোরহস্তে দেশ শাসন করছেন। ভিন্নমত দমনের পাশাপাশি তিনি হংকংয়ের স্বায়ত্তশাসন কেড়ে নিয়েছেন।জিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের ওপর চলছে নীরবে গণহত্যা। তাইওয়ানের স্বাধীনতাকেও হুমকিতে ফেলেছেন জিনপিং। নিজদলের ভিন্নমতাবলম্বীদের দমনে তিনি দুর্নীতি দমন অভিযানকে ব্যবহার করছেন অনেকটা বাংলাদেশি কায়দায়।
জিনপিংয়ের ক্ষমতার মেয়াদের সীমা তুলে দেয়া হয়েছে। তার দৃশ্যত কোনো উত্তরসূরী নেই। এর ফলে তিনি বহুদিন চীন শাসনকরবেন বলে মনে করা হচ্ছে। সন্দেহভাজন নিজ দলের কিছু প্রতিপক্ষকে তিনি দুর্নীতির অভিযোগে জেলে পাঠিয়ে দিয়েছেন।
এদিকে পুতিন তার প্রধান সমালোচক অ্যালেক্সি নাভালনিকে কারাবন্দি করে রেখেছেন। তাকে আড়াই বছরের জেল দেয়া হয়েছে।ফলে জিনপিং এবং পুতিন অনেকটা নির্বিঘ্নেই দেশ চালাতে পারবেন বলে মনে করা হচ্ছে। অবশ্য অভ্যন্তরীণভাবে তাদেরকে নানা সমস্যা মোকাবিলা করতে হচ্ছে।
পাশ্চাত্যকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জিনপিং ও পুতিন দেশবাসীর জাতীয়তাবাদী চেতনাকে উসকে দেয়ার জন্য নানা পদক্ষেপ নিয়েছেন। ২০১৪ সালে পুতিন ইউক্রেনের ক্রাইমিয়া দখল করলে তান জনসমর্থন ৯০ শতাংশে পৌঁছায়। এরপর অবশ্য অর্থনৈতিক সংকটের কারণে সেটা কমেছে।
পুতিন ও জিনপিংয়ের এই দীর্ঘস্থায়ী শাসনের প্রভাব শুধু তাদেরও নিজ দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। এতে ভূরাজনীতির ভারসাম্য নানাভাবেই বদলে যাচ্ছে। যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের বিভিন্ন দেশের নির্বাচনে নাক গলানোর অভিযোগে রয়েছে পুতিনেরবিরুদ্ধে।
এসব দেশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে খারাপ যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সর্ম্পক অবনতির পর পুতিনবুদ্ধিমত্তার সঙ্গে চীনের সঙ্গে সম্পর্ক আরো গভীর করে তুলছেন। দুই দেশের সর্ম্পক দিনে দিনে নতুন মাত্রায় উদ্ভাসিত হচ্ছে।অপরদিকে জিনজিয়াং, হংকং এবং দক্ষিণ চীন সাগর নিয়ে পাশ্চাত্যের সঙ্গে চীনের সম্পর্কও তলানিতে ঠেকেছে।
৭৮ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পুতিন ও জিনপিং উভয় নেতার বিরুদ্ধেই কঠোর অবস্থান নিয়েছেন। তিনি নজিরবিহীন ভাবে পুতিনকে খুনি বলে মন্তব্য করেছেন। বেইজিংকে কোণঠাসা করতেও নানা পদক্ষেপ নিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রভাবশালী সংস্থা ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে চীনই এখন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রতিপক্ষ এবং দেশটির জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বৃহত্তম হুমকি। বস্তুত বাইডেনের পররাষ্ট্রনীতির প্রধান স্তম্ভ হচ্ছে চীনের উত্থান ঠেকানো।
তবে বিশ্লেষকরা মনে করছেন, বাইডেনের নীতি চীন ও রাশিয়ার ঐক্য আরও সুদৃঢ় করতে পারে। ইতোমধ্যেই মধ্যপ্রাচ্য নিয়ে একধরনের সমঝোতায় পৌঁছেছে বেইজিং ও মস্কো। যুক্তরাষ্ট্রের নিষ্ক্রিয়তার সুযোগে দুই দেশ মধ্যপ্রাচ্যে বড় খেলোয়াড় হতে চায়।আগে রাশিয়া এক্ষেত্রে কিছুটা এগিয়ে থাকলেও পিছিয়ে ছিল চীন।
কিন্তু সম্প্রতি দিনগুলোতে চীন মধ্যপ্রাচ্য–কেন্দ্রিক তৎপরতা কয়েকগুণ জোরদার করেছে। ফিলিস্তিন ইস্যুতে চীন এবার ইসরায়েলের বিরুদ্ধে সক্রিয় ছিল। ইরানের সঙ্গে চীনের ৪০০ বিলিয়ন ডলার বিনিয়োগের চুক্তি এবং তুরস্কের সঙ্গে বোঝাপড়া এগুলো সবই মধ্যপ্রাচ্য–কেন্দ্রিক চীনের তৎপরতারই অংশ।
পুতিন ও জিনপিং ব্যক্তিগত পর্যায়েও দৃঢ় বন্ধুত্ব গড়ে তুলেছেন। কমিউনিস্ট রাষ্ট্র হলেও এক সময় চীন ও রাশিয়ার মধ্যে বৈরিতাছিল। এখন পাশ্চাত্যের প্রভাব খর্ব করতে দুই দেশই একজোট।
সামরিক দিক থেকেও দুই দেশ সহযোগিতার বন্ধনকে দৃঢ় করে চলেছে। দুই দেশ এর আগে সামরিক জোট গঠনের সম্ভাবনা নাকচকরে দিলেও এখন সেটা সম্ভব বলেই মনে করা হচ্ছে। পুতিন ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন, এ ধরনের জোটের সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। চীন ও রাশিয়ার সশস্ত্র বাহিনী সম্প্রতি বেশ কয়েকটি যৌথ মহড়ায় অংশ নিয়েছে। পুতিনই জানিয়েছেন যে চীনকে সর্বাধুনিক প্রযুক্তির সামরিক সহায়তা দিয়েছে রাশিয়া।
প্রেসিডেন্ট বাইডেন চীনের মোকাবিলায় চাচ্ছেন গণতান্ত্রিক দেশগুলোর ঐক্য। বিপরীতে চীনও নিজস্ব বলয় গড়ার চেষ্টা জোরদারকরেছে। যুক্তরাষ্ট্র গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের ওপর ভিত্তি করে জোট গড়তে চায়। কিন্তু এক্ষেত্রে চ্যালেঞ্জ ছুড়েদিতে চায় চীন। যুক্তরাষ্ট্র যত চীনকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে বেইজিং ততই বিশ্বনেতা হওয়ার জন্য আরও মরিয়া হয়ে উঠছে।আর্ন্তজাতিক অঙ্গনে নিজেদের আধিপত্য বিস্তারের জন্যা গ্রহণ করছে নানা কৌশল।
ফলে বিশ্ব এখন আবার দুটি আদর্শিক ধারায় বিভক্ত হওয়ার ঝুঁকিতে পড়েছে। যুক্তরাষ্ট্র ও চীন বন্ধুরাষ্ট্রের সংখ্যা বাড়াতে মরিয়াহয়ে উঠেছে। পুতিনকে খুনি বলার পর জিনপিংকেও পরোক্ষভাবে স্বৈরশাসক বলে নিন্দা করেছেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্টবলেছেন, একবিংশ শতাব্দীতে গণতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক দেশগুলোর লড়াই হবে। বাইডেনের এই ইঙ্গিত থেকে স্পষ্টই বুঝা যাচ্ছেঅদূর ভবিষ্যতে চীন–রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিশ্ব হয়তো নতুন কোনো অস্ত্রের লড়াই দেখবে।
যুক্তরাষ্ট্রের সমালোচনার জবাবে চীন এখন জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। এতে চীন অনেকাংশে সফলও হয়েছে। জিনজিয়াংয়ে মুসলিম গণহত্যা নিয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলেচীনের পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়েছে ৮০টি দেশ। এর মধ্যে প্রভাবশালী অনেক মুসলিম দেশও রয়েছে। এমনকি সৌদিআরবও বিভিন্ন সময় চীনের পক্ষ নিয়েছে।
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক ও সামরিক খাতে সম্পর্ক দৃঢ় করেছে চীন ও রাশিয়া। যুক্তরাষ্ট্রের বিপরীতে দুই দেশের মৈত্রির বন্ধনএতটাই গভীর হয়েছে যে কিছুদিন আগে তারা ঘোষণা দিয়েছে যে চাঁদে তারা যৌথভাবে গবেষণা স্টেশন করবে। এতে বোঝা যাচ্ছে, মহাকাশ গবেষণায় যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে চায় চীন।
চীন ও রাশিয়া প্রায় অভিন্ন ভাষায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করে থাকে। যুক্তরাষ্ট্র মানবাধিকারের প্রসঙ্গ তুললেই চীন ও রাশিয়ারকর্মকর্তারা খোটা দেন যে ইরাক, আফগানিস্তান ও লিবিয়ায় সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্রের মানবাধিকার চেতনা কোথায় ছিল? যুক্তরাষ্ট্রের বর্ণবাদ সংকটেরও সমালোচনা করে থাকে চীন।
তবে চীনের বিরুদ্ধে সম্প্রতি একটি বড় কূটনৈতিক সাফল্য পেয়েছেন বাইডেন। জিনজিয়াংয়ে চীনের গণহত্যার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন একযোগে নিষেধাজ্ঞা দিয়েছে এবং বেইজিংয়ের আচরণের নিন্দা জানিয়েছে।বিপরীতে চীনও এসব দেশ ও জোটের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে।
চীনের সঙ্গে প্রতিবেশী ভারত, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া ও তাইওয়ানের প্রচণ্ড বিরোধ রয়েছে। ভারতেরসঙ্গে স্থলসীমান্ত এবং অন্য দেশগুলোর সঙ্গে সমুদ্রসীমা নিয়ে এই বিরোধ। একে কাজে লাগিয়ে চীনকে কোণঠাসা করতে চায়ওয়াশিংটন। বাইডেন চীনের বিরুদ্ধে জাপানকেও ব্যবহার করতে চান।
বৈশ্বিক আধিপত্য প্রতিষ্ঠায় তিন প্রবীণ রাষ্ট্রনেতার এই তৎপরতায় বিশ্বে আবারও শীতল যুদ্ধ দেখা যেতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। এতে বাড়তে পারে সংঘাত ও উত্তেজনা। তবে এই উত্তেজনা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটা হবে আগামী দিনের দেখার বিষয়।