ফিলিস্তিনিদের পারিবারিক পুনর্মিলনে ইসরাইলি বাধা ও নিকৃষ্টতম নির্যাতনের নিন্দা
ফিলিস্তিনিদের পারিবারিক পুনর্মিলনে ইসরাইলের নিষেধাজ্ঞাকে ‘নিকৃষ্টতম নির্যাতন‘ হিসেবে নিন্দা জানিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষ(পিএ)। পিএ‘র পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘এই আইন নিশ্চিত ভাবে প্রমাণ করে যে ইসরাইল বৈষম্যমূলক রাষ্ট্র, কারণ তা ফিলিস্তিনিদের পরিবারের সদস্যদের একে অন্যের কাছ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে।‘
ইসরাইলের পারিবারিক পুনর্মিলন আইনটি ২০০২ সালে দেশটির নেসেটে পাস করা হয়। এই আইনের অধীনে ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকরা পশ্চিম তীর, গাজা বা প্রবাসে থাকা তাদের স্বামী/স্ত্রীর জন্য নাগরিকত্বের আবেদন করতে পারবেন না।
একইসাথে এই আইনের অধীনে ইসরাইলি ভূখণ্ডে পশ্চিম তীর ও গাজা উপত্যকাসহ অন্য দেশ থেকে ‘শত্রুভাবাপন্ন‘ আরবদের প্রবেশে কর্তৃপক্ষের বাধা দেয়ার অধিকার দেয়া হয়।
ইসরাইল দাবি করছে, নিরাপত্তা ব্যবস্থাপনার অংশ হিসেবে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিন্তু ফিলিস্তিনিরা বলে আসছেন, বর্ণবাদী এই আইনের মাধ্যমে ইসরাইল ফিলিস্তিনি নাগরিকদের সংখ্যা কমানোর চেষ্টা করছে।
পিএ‘র বিবৃতিতে বলা হয়, ‘এই আইন জাতিগত নির্মূল করণের একটি রূপ মাত্র, যা ইসরাইলি দখলদাররা বহুদিন যাবত ফিলিস্তিনিদের ওপর ব্যবহার করে আসছে।‘
বিবৃতিতে আরো বলা হয়, ‘ফিলিস্তিনি পরিবার গুলোর পুনর্মিলন আন্তর্জাতিক আইন ও রীতিনীতি দ্বারা স্বীকৃতি মানবাধিকার।কিন্তু ইসরাইল তা লঙ্ঘন করছে।‘