ফিনল্যান্ডের স্হানীয় সরকার নির্বাচনে কাউন্সিলর পদে বাংলাদেশী প্রাথী মবিন মোহাম্মদ বিজয়ী
২০২১ সালের স্থানীয় সরকার নির্বাচনের অতীতের সকল রেকর্ড ভেঙে দিয়ে কোনো বাংলাদেশী সিটি কাউন্সিলের সদস্য নির্বাচিত হলো। গতকাল রবিবার ১৩ই জুন সারাদেশ জুড়ে অনুষ্ঠেয় নির্বাচনে প্রথম বাংলাদেশী হিসেবে বিজয়ী হয়েছে।
ফিনল্যান্ডের এস্পো সিটির কাউন্সিল পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন জনাব মবিন মোহাম্মদ যিনি ন্যাশনাল কোয়ালিশন রাজনৈতিক পার্টি হতে প্রথম বারের মতো নোমিনেশন পেয়ে বাজিমাত করলেন।
ফিনল্যান্ডের স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশীর বিজয় অনন্য মাইলফলক বলে বিবেচনা করা হচ্ছে যা ভবিষ্যতে আরো বড় সাফল্যের পথ প্রশস্ত করবে।
প্রথম বারেরমত এতো বড় পরিসরে নির্বাচনে বিজয়ী হতে পেরে নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করেন বাংলাদেশী কাউন্সিলর মবিন মোহাম্মদ।তিনির দেশের বাড়ী কুমিল্লা। প্রবাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে জড়িত।তিনি ফিনল্যান্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন
বিজয়ের পর এক প্রতিক্রিয়ায় স্থানীয় সকল প্রবাসী ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এদিকে ফিনল্যান্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মবিন মোহাম্মদ ডেপুটি কাউন্সিলার নির্বাচিত হওয়ায় প্রানঢালা অভিনন্দন জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাকিরুল ইসলাম খান শাকিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মধ্যপ্রাচ্য সাংগঠনিক সমন্বয়ক ও সৌদিআরব বিএনপি সভাপতি আহমেদ আলী মুকিব যুক্তরাষ্ট্র স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু আয়ারল্যান্ড বিএনপির সভাপতি হামিদুল নাসির জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া প্রথম যুগ্ম সম্পাদক মুস্তাক খানকাতার বিএনপির সাধারণ সম্পাদক ও যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক সম্পাদক শরিফুল হক সাজু কুয়েত বিএনপির সদস্যসচিব শওকত আলী ফিনল্যান্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামান সরকার মনির অষ্ট্রিয়া বিএনপির সাবেক সহসভাপতি নাসির উদ্দিন সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদূর রহমান বেলজিয়াম বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃআলম হোসেন