বিএনপির যুগ্ম-মহাসচিব আলালের ছোট ভাই জাকির হোসেন ইন্তেকাল করেছেন

0

বিএনপির যুগ্মমহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের ছোট ভাই বরিশাল সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন মারা গেছেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান তথ্য জানিয়েছেন।

শায়রুল বলেন, জেলাল রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন মঙ্গলবার (২৫ মে) রাত ১১ টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী এক ছেলেসহ আত্মীয়স্বজন রেখে গেছেন।

তিনি আরও বলেন, মোয়াজ্জেম হোসেন আলাল মঙ্গলবার রাতেই ভাইয়ের মরদেহ নিয়ে বরিশালের উদ্দেশে রওনা দেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.