ঈদের পর হারানো উজ্জ্বলতা ফেরাতে

0

ঈদের পর বাড়ি থেকে ফিরতে শুরু করেছেন সবাই। এই কদিনেই রোদের, রাস্তার ধুলায় ত্বকের অবস্থা বেশ খারাপ হয়ে গেছে।

এবার কয়েকটা দিন তো যত্ন নিতেই হবে, হারানো উজ্জ্বলতা ফেরাতে। ঘরেই যা করতে পারেন:

ওটমিল কলার মিশ্রণ

এটি বেশ সহজ একটি পদ্ধতি।

দুই টেবিল চামচ ওটমিল একটি পাকা কলা দিয়ে পেস্ট বানান। আক্রান্ত স্থানে ১৫মিনিট ম্যাসাজ করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ওটমিল ভালো স্ক্রাব হিসেবে কাজ করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের লাল পোড়াভাব কমায়।

ত্বক উজ্জ্বল করে।

ময়দা দই

ময়দা দইএর এই প্যাকটি তৈরি করতে লাগবে টেবিল চামচ ময়দা, টেবিল চামচ দই, চা চামচ লেবুর রস চিমটিহলুদ গুঁড়ো। একটি বাটিতে এই সব উপাদান নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন।

খেয়াল রাখবেন মিশ্রণটি যেন খুব পাতলা না হয়। থকথকে ঘন হলে ভালো কাজে দেবে। এরপর মিশ্রণটি মুখে লাগান। বিশেষ করে নাকের নিচে থুতনিতে এবং কপালে। শুকিয়ে যাওয়া পর্যন্ত মুখে লাগিয়ে রাখুন। তারপর পানি দিয়ে ভালো মতো ঘষে মুখথেকে তুলে ফেলুন। সপ্তাহে / দিন এই প্যাকটি লাগানোর চেষ্টা করবেন। কিছুদিনের মধ্যেই অবাঞ্ছিত দাগ দূর হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.