মুসলমানদের পবিত্র মসজিদ আল আকসায় ইসরাইলের হামলায় জামায়াতের নিন্দা

0

মুসলমানদের পবিত্র মসজিদ আল আকসায় শনিবার রাতে হামলা চালিয়েছে ইসরাইলী বাহিনী। ওই হামলায় আহত হয়েছে দুইশতাধিক মুসল্লি। মুসলমানদের পবিত্র মসজিদে ইসরাইলী বাহিনীর হামলার ঘটনায় রোববার নিন্দা জানিয়ে এক বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।

বিবৃতিতে তিনি বলেন, ‘শনিবার মুসলমানদের প্রথম কিবলা পবিত্র মসজিদ আল আকসায় ইসরাইলী বাহিনীর বর্বর হামলায়দুই শতাধিক মুসল্লি আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। পবিত্র রমজান মাসে ইসরাইলী বাহিনীর এই ন্যাক্কারজনক বর্বর হামলার ঘটনায় গোটা মুসলিম বিশ্বের সাথে আমরাও গভীর ভাবে মর্মাহত। আমরা ইসরাইলী বাহিনীর এ পৈশাচিক হামলার নিন্দা জানাচ্ছি।

বিবৃতিতে তিনি আরো বলেন, মুসলমানদের পবিত্র মসজিদ আল আকসার পবিত্রতা রক্ষা এবং নির্যাতিত ফিলিস্তিনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা জাতিসঙ্ঘের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সাথে ইসরাইলী বাহিনীর বর্বর হামলার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমরা মুসলিম বিশ্বের সকল শান্তিকামী জনতার প্রতি আহ্বান জানাচ্ছি।প্রেস বিজ্ঞপ্তি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com