ঈদে ঘরে বসেই করুন মেনিকিউর-পেডিকিউর

0

ত্বকের যত্ন নেওয়ার পাশাপাশি ঈদের আগে হাতপায়েরও তো যত্ন নিতে হবে! ত্বকের চেয়েও প্রতিদিন হাতপা বেশি নোংরা হয়ে থাকে। অন্যদিকে হাতপায়ের যত্নও ঠিক মতো নেওয়া হয় না।

এর ফলে হাতপায়ের ত্বক কালচে রুক্ষ হয়ে যায়। পাশাপাশি নখ গুলোও নোংরা হয়ে যায় এজন্য ত্বকের পাশাপাশি হাতপায়েরও বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন।

অনেকেই সময় বাঁচাতে ঈদের আগে পার্লারে গিয়ে মেনিকিউরপেডিকিউর করেন। তবে এই করোনাকালে পার্লারে না যাওয়াই ভালো। এর চেয়ে বরং ঘরে বসেই হাতপায়ের যত্ন নিন। ঘরে বসে খুব সহজেই আপনি নিয়ম অনুযায়ী মেনিকিউরপেডিকিউর করতে পারবেন।

প্রথমেই জেনে নিন মেনিকিউর কি? এর অর্থ হলো, হাতের নখের যত্ন নেওয়া। দৈনন্দিন ব্যস্ততার কারণে হাত নখের যত্ন নেওয়ার সময় হয়ে ওঠে না কারও।

বিভিন্ন কাজ করার ফলে নখের কোনায় ময়লা জমতে শুরু করে। এর ফলে সহজেই ভাইরাসব্যাকটেরিয়া দ্বারা আমরা আক্রান্ত হতে পারি। কারণ খাবার খাওয়ার সময় নখে থাকা জীবাণু পেটে গিয়ে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা থাকে।

তাই মেনিকিউরের মাধ্যমে মেনিকিউরের মাধ্যমে নখ গুলোকে বিভিন্ন ভাবে পরিষ্কার করা হয়। অনেকেরই ভ্রান্ত ধারণা আছে যে, মেনিকিউরপেডিকিউর শুধু নারীরাই করে! আসলে নারীপুরুষ উভয়ের জন্য এটি প্রয়োজন।

* ঘরেই যেভাবে করবেন মেনিকিউর

>> বিভিন্ন প্রসাধনীর দোকান কিংবা অনলাইনেও এখন সহজলভ্য মেনিকিউরপেডিকিউর সেট। একটি বক্সের মধ্যে নেইল পরিষ্কারের বিভিন্ন সরঞ্জাম থাকে সেখানে। এই সেটে থাকা বিভিন্ন সরঞ্জাম দিয়েই সাধারণত নখের যত্ন নেওয়া হয়।

>> প্রথমে নেইলকাটার দিয়ে হাতের নখগুলো আকৃতি অনুযায়ী কেটে ফেলুন।

>> নখে নেইলপলিশ থাকলে তা রিমুভার তুলোর সাহায্যে পরিষ্কার করে নিন।

>> এরপর একটি বড় গামলার মধ্যে হালকা গরম পানিতে লেবুর রস লবণ মিশিয়ে হাত দুটি ভিজিয়ে রাখুন ১০ মিনিট।

>> এরপরে সুতির কাপড় দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে।

>> এরপর আরও একটি গামলায় হালকা গরম পানিতে অল্প পরিমাণ শ্যাম্পু মিশিয়ে হাত ১০ মিনিট ডুবিয়ে রাখুন।

>> এরপর একটি পুরোনো ব্রাশ দিয়ে হাতের নখগুলো ঘষে ঘষে পরিষ্কার করে নিন। নখ পরিষ্কারের সরঞ্জাম দিয়ে নখের উপরের প্রলেপ ঘষে ঘষে তুলে ফেলুন। নখের কোণা কেটে নিন।

>> ভালো করে নখের ভেতরে জমে থাকা ময়লা পরিষ্কার করুন। এরপর সুতির কাপড় দিয়ে নখ গুলো মুছে নিন।

>> এরপর লোশন বা ময়েশ্চারাইজার হাতে লাগিয়ে নিন।

পেডিকিউর হলো পায়ের নখের যত্ন করা। প্রতিদিন ধুলাবালিতে পায়ের ত্বক যেমন কালচে হয়ে যায় ঠিক তেমনি পায়ের নখ গুলোও নোংরা হয়ে যায়। পাশাপাশি পায়ের চামড়া শক্ত হয়ে যাওয়া, পায়ের গোড়ালি ফেটে যাওয়া এবং বিভিন্ন ধরনের দাগ হওয়া ইত্যাদি সমস্যার সমাধানে পেডিকিউর করা জরুরি।

* ঘরেই যেভাবে করবেন পেডিকিউর

>> প্রথমে নেইল কাটার দিয়ে পায়ের নখ পরিষ্কার করে নিতে হবে।

>> এরপর একটি বড় গামলাতে হালকা গরম পানিতে শ্যাম্পু, লেবুর রস লবণ মিশিয়ে নিয়ে ১০ মিনিটের জন্য পা ডুবিয়ে রাখুন।

>> এরপর পা তুলে পাথর দিয়ে পায়ের গোড়ালি ঘষে পরিষ্কার করে নিন।

>> হাতের নখের মতো পায়ের উপরের নখও পরিষ্কার করে নিতে হবে।

>> এরপর তোয়ালে দিয়ে পা ভালো মতো পরিষ্কার করে নিয়ে গ্লিসারিন বা লোশন পায়ে লাগিয়ে নিতে হবে।

* হাতপায়ে বিশেষ প্যাকও ব্যবহার করতে পারেন। এজন্য করণীয়

>> টেবিল চামচ গুঁড়ো দুধ, টেবিল চামচ মধু, টেবিল চামচ লেবুর রস ভালো ভাবে মিশিয়ে হাত পায়ে ১০১৫ মিনিট লাগিয়ে পরিষ্কার করুন। এই প্যাকটি হাতপায়ের কালো দাগ দূর করবে।

>> কাঁচা আলুর রস দিনে বার করে ব্যবহার করলেও খুব দ্রুত হাতপা ফর্সা হবে।

>> নখের জেল্লা বাড়াতে কাঁচা রসুনের কোয়া দুই খন্ড করে নখে ঘষলেই চকচকে হয়ে উঠবে।

>> নখের হলদে ভাব দূর করলে টুথপেস্ট ব্যবহার করুন। কয়েক মিনিট অপেক্ষা করে ব্রাশ দিয়ে ঘষলেই সাদা হয়ে যাবে নখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com