‘দেখুন, বাণিজ্যমন্ত্রী যা বলেছেন এটা তো কথার কথা’

0

পেঁয়াজের মূল্য নিয়ে কারসাজির ঘটনায় পদত্যাগ প্রসঙ্গে সম্প্রতি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির বক্তব্যকে কথার কথা হিসেবে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘যদি গ্যারান্টি থাকতো যে আমি পদত্যাগ করলেই পেঁয়াজের দাম কমে যাবে, সেটা তো কথার কথা। সেটা তো আর পদত্যাগ করার বিষয় নয়। আর মন্ত্রী হিসেবে হয়তো কথা প্রসঙ্গে তিনি বলেছেন, যেহেতু পেঁয়াজের দাম বাড়তি। কেউ কেউ তো মন্ত্রীর পদত্যাগও দাবি করে। সেজন্য বলছেন যে পদত্যাগ করলেই যদি সমাধান হয়ে যেতো তাহলে তো আমি এক সেকেন্ডেই পদত্যাগ করতাম।’ 

গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগরে একটি হোটেলে বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কেউ কেউ আমার পদত্যাগ দাবি করছেন। আমার পদত্যাগ সেকেন্ডের ব্যাপার মাত্র। তাতে যদি পেঁয়াজের দাম কমে, আমার আপত্তি নেই। এই মন্ত্রিত্ব কাজ করার জন্যে।’

সাংবাদিকরা বলেন, বাণিজ্যমন্ত্রী বলেছেন তাঁর পদত্যাগের ফলে পেঁয়াজের বাজার স্বাভাবিক হলে তিনি এক সেকেন্ডও সময় দিতেন না- এ ধরনের বক্তব্য একজন মন্ত্রী হিসেবে দিলে সেটি কতটা প্রভাব পড়তে পারে- এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘দেখুন এটা কথার কথা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com