সকল স্বৈরাচার সরকারের মতো এই আওয়ামী লীগ সরকারেরও পতন হবে: মির্জা আব্বাস

0

বর্তমান সরকারকে ‘স্বৈরাচার’ আখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘কোনও স্বৈরাচার সরকারই ক্ষমতা ছাড়ে না, ছাড়াতে হয়। কেউ আপনাকে অধিকার দেবে না, অধিকার আদায় করতে হবে। আশার বিষয়, জনগণ ফুঁসে উঠেছে। ইনশাআল্লাহ, জনগণের দাবির তোড়ে আন্দোলনে একদিন সকল স্বৈরাচার সরকারের মতো এই সরকারেরও পতন হবে।’

বিরোধী দলের ওপর হামলা-মামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘সদ্য ভূমিষ্ঠ শিশু ছাড়া বাংলাদেশে বিএনপির এমন কোনও নেতাকর্মী নেই যার বিরুদ্ধে মামলা নেই। কেনও এতো মামলা, হত্যা-গুম? কারণ একটাই, শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার এসব করছে।’

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

হয়রানিমূলক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের প্রকাশনাবিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ সাতক্ষীরার ৩৪ জন নেতাকর্মী, পাবনায় ৪৭ জন নেতাকর্মীকে ষড়যন্ত্রমূলকভাবে ফরমায়েশী সাজা প্রদান এবং দলের বাণিজ্যবিষয়ক সম্পাদক আলহাজ সালাহউদ্দিন আহমেদকে অযথা কারাগারে প্রেরণের ঘটনার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

জিয়াউর রহমানের খেতাব বাতিল প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, ‘এ রাষ্ট্রীয় খেতাব এই সরকার দেয় নাই। এই খেতাব স্বাধীনতার পর দেশের জনগণ ভালোবেসে জিয়াউর রহমানকে দিয়েছে। আর আপনারা (সরকার) আইন দেখান!’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে নড়াইলে এক মুক্তিযোদ্ধার করা (ষড়যন্ত্রমূলক) মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারমান তারেক রহমানকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নড়াইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট-২ এর বিচারক আমাতুল মোর্শেদা।

এ সাজা প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, ‘এ দু’বছরের সাজা দিয়ে আপনারা কী অর্জন করলেন। তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দিয়ে লাভ হবে না। জিয়াউর রহমানকে হত্যা করে অনেকে মনে করলো বিএনপি শেষ। বিএনপি শেষ হয়ে যায়নি, এখনও আছে। তখন বিএনপির হাল ধরেন বেগম জিয়া। ভবিষ্যতে তারেক রহমান হাল ধরবেন।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com