জিয়ার খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে জামায়াত আমীরের বিবৃতি

0

মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বৃহস্পতিবার এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রীয়ভাবে ‘বীর উত্তম’ খেতাব দেয়া হয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি পালনের এই মুহূর্তে এসে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কর্তৃক তা বাতিলের সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক এবং মুক্তিযুদ্ধ ও দেশের বীর মুক্তিযোদ্ধাদের জন্য অস্বস্তিকর। এই সিদ্ধান্তের মাধ্যমে জাতির মধ্যে বিভেদ ও প্রতিহিংসার রাজনীতিকে আরো উৎসাহিত করা হবে। যা কারো জন্যই কল্যাণকর নয়।

আমরা দেশ ও জাতির স্বার্থে, মুক্তিযোদ্ধাদের জন্য অস্বস্তিকর এহেন রাজনৈতিক প্রতিহিংসামূলক সিদ্ধান্ত বাতিল করার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানাচ্ছি।’
প্রেস বিজ্ঞপ্তি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com