চোখের চারপাশের চামড়া কুচকে যাওয়ার সমাধান

0

‘চোখ যে মনের কথা বলে’-গানটি নিশ্চয়ই শুনেছেন! সত্যিই তাই, চোখের মাধ্যমে সৌন্দর্য অনেকটাই ফুটে ওঠে। চোখ সুন্দর হলে মুখের গঠনও অনেকটা বদলে যায়।

তবে চোখের চারপাশে যদি রিঙ্কেল থাকে; তবে তা চোখের সৌন্দর্য মলিন করে দেয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই রিঙ্কেলের পরিমাণও বেড়ে যায়। আবার অনেকের কম বয়সেও এ সমস্যা হয়ে থাকে।

jagonews24

বিভিন্ন কারণে চোখের চারপাশে বলিরেখা পড়তে পারে। রোদে বেশি সময় থাকলে মুখে রিঙ্কেল দেখা যায়। আবার চোখ ঘষার অভ্যাস থাকলেও এ সমস্যা হয়। ধূমপানে অভ্যস্ত হলেও অকালেই মুখ ও চোখের চামড়া কুচকে যায়।

আপনি হয়ত চোখের চারপাশের বলিরেখা দূর করতে আই সিরামসহ বিভিন্ন প্রসাধনী ব্যবহার করেছেন? তবে এসব প্রসাধনীতে কেমিকেল থাকে। যা ত্বক ও চোখের ক্ষতি করে।

অন্যদিকে প্রাকৃতিক উপাদান ব্যবহার করেও দূর করা যায় এ বলিরেখা। চলুন তবে জেনে নেওয়া যাক কী ব্যবহার করবেন-

>> রিঙ্কেলস নিরাময়ের ঘরোয়া প্রতিকার আনারস। এতে ব্রোমেলিন নামক এনজাইম থাকে। যা রিঙ্কেল কমাতে খুব কার্যকর। আনারসের রস নিয়ে ওই জায়গায় লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি আপনার চোখের চারপাশে কোঁচকানো রেখা কমিয়ে দেবে!

jagonews24

>> শসা ত্বককে ময়েশ্চারাইজ করার পাশাপাশি রিঙ্কেলস কমাতেও সহায়তা করে। এছাড়া শসা ডার্ক সার্কেল এবং পিগমেন্টেশন কমায়।

>> অলিভ অয়েল দিয়ে চোখের চারপাশে মালিশ করলে রিঙ্কেলের সমস্যা কমে। এটি ব্যবহারে ত্বক আর্দ্র থাকে।

>> ডিমের সাদা অংশ ত্বকের জন্য খুবই উপকারী। এটি মুখের কুঁচকে যাওয়া ভাব কমায়।

>> ক্যাস্টর অয়েল দিয়ে চোখে ম্যাসাজ করলে চোখের চারপাশের রিঙ্কেলস দূর হয়।

jagonews24

>> দইয়ের মধ্যে লেবুর রস মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পরে পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। দই ব্যবহার করলে মুখের মৃত ত্বক দূর হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com