আমি পবিত্র কোরআন শরীফ ও ইসলাম সম্পর্কে ব্যাপকভাবে জানার জন্যে পড়াশুনা করছি

0

ইসলাম সম্পর্কে কোনো বক্তব্য দেবেন না ডা. জাফরুল্লাহ

ইসলাম ধর্ম ও পবিত্র কোরআন শরীফ নিয়ে মিডিয়াতে কোনো বক্তব্য দিবেন না গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী।

মঙ্গলবার গণস্বাস্থ্যের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

বিবৃতিতে জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ আমার কাছে জানতে চেয়েছেন, ‘‘গণস্বাস্থ্যের ট্রস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী সোমবার (১০ ফেব্রুয়ারি ) বিকেলে কোরআন শরীফ ও ইসলাম বিষয়ে মুফতি বা আলেমদের সাথে মত বিনিময় করবেন কি না।

সাংবাদিক বন্ধুদের নিউজ কভারের বিষয়ে আমি গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা এবং ট্রস্টি ডা. জাফরুল্লাহ চৌধরীর কাছে জানতে চাইলে তিনি আমাকে বলেন, ‘দৈনিক সকল সংবাদপত্র/টিভি ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন নিউজ পোর্টাল সমূহে পবিত্র কোরআন শরীফ এবং ইসলাম সর্ম্পকে কোনো সাক্ষাৎকার বা বক্তব্য আমি দিবো না।’ তিনি আরো বলেন, আমি পবিত্র কোরআন শরীফ ও ইসলাম সম্পর্কে ব্যাপকভাবে জানার জন্যে পড়াশুনা করছি। ’’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com