আগামীকাল সারা দেশে বিএনপি‘র বিক্ষোভ সমাবেশ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্য নেতাদের বিরুদ্ধে (ষড়যন্ত্রমূলক) বিভিন্ন মামমায় গ্রেফতার এবং সাজা দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দেশের সব মহানগর এবং জেলা শহরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বিএনপি।
গতকাল মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কর্মসূচি ঘোষণা করেন। এসময় তিনি আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদন নিয়ে খুব শিগগির বিএনপি সংবাদ সম্মেলন করবে বলে জানান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ, প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবসহ সাতক্ষীরার ১০ জন এবং পাবনায় ৪৭ জন নেতাকর্মীকে ফরমায়েসি সাজা প্রদান ও কারাগারে পাঠানোর ঘটনার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়।