ফের জুটি বাঁধছেন টাইগার ও কৃতি

0

২০১৪ সালে একসঙ্গে বলিউডে অভিষেক ঘটে টাইগার শ্রফ ও কৃতি শ্যাননের। প্রথমবার তারা একসঙ্গে অভিনয় করেন ‘হিরোপন্তি’ সিনেমায়।

এটি মুক্তি পেলে ইন্ডাস্ট্রিতে দু’জনই দারুণ পরিচিতি পান।

 

প্রথম সিনেমা করতে গিয়ে তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি। ভক্তরা আশা করছিলেন, হয়তো ‘হিরোপন্তি ২’ নিয়ে আবার হাজির হবে এই জুটি। তবে তা না হলেও ফের টাইগার-কৃতি একসঙ্গে পর্দায় ধরা দিতে যাচ্ছেন।

সম্প্রতি টাইগার শ্রফ সামাজিক মাধ্যমে তার নতুন সিনেমা ‘গণপথ’-এর নায়িকার একটি অ্যাকশন লুকের পোস্টার প্রকাশ করেছেন। এতে মোটরসাইলের উপরে বসা অভিনেত্রীর মাথায় হেলমেট রয়েছে। বলিউড হাঙ্গামা জানিয়েছে, সেই অভিনেত্রী আর কেউ নয়, তিনি কৃতি শ্যানন।

তবে সিনেমাটির নিয়ে বিস্তারিত আর কিছু এখনো জানানো হয়নি। কবে শুটিং শুরু হচ্ছে এবং কবেই বা টাইগার-কৃতির এই নতুন সিনেমা মুক্তি দেবেন নির্মাতা, তাও এখনো অপ্রকাশিত।

‘গণপথ’ প্রযোজনা করছেন দীপশিকা দেশমুখ, জ্যাকি বাঘানি ও বসু বাঘানির পূজা এন্টারটেইনমেন্ট। এটি পরিচালনা করবেন বিকাশ ভাল।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com